বিসিএস/প্রথমিক শিক্ষক/শিক্ষক নিবন্ধন/সরকারি নিয়োগ পরীক্ষা গুরর্ত্বপূর্ন বাংলা সাজেশন

www.careerzone24.com
১) কপালকুন্ডলা কত সালে প্রকাশিত হয়?
=> ১৮৬৬
২) কপালকুন্ডলা কোন জাতীয় রচনা?
=> রোমান্সধর্মী উপন্যাস
৩) কপালকুন্ডলা উপন্যাসের নায়ক ও নায়িকার নাম কি?
=> নবকুমার ও কপালকুন্ডলা
৪) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন উক্তিটি কোন উপন্যাসের?
=> কপালকুন্ডলা
৫) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন উক্তিটি কে লিখেছেন?
=> বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬) ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ চরনটি কোন কবি লিখেছেন?
=> নির্মেলেন্দু গুণ
৭) ‘আধ্যাত্মিক’ গ্রন্থের লেখক কোন কবি?
=> প্যারিচাঁদ মিত্র
৮) ‘চোখের বালি’ উপন্যানটি কত সালে প্রকাশিত হয়?
=> ১৯০৩
৯) এ উপন্যাসের লেখক কে?
=> রবীন্দ্রনাথ ঠাকুর
১০) ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কোন কবির লেখা?
=> শামসুর রাহমান
১১) ‘শূন্য পুরাণ’ কে রচনা করেন?
=> রামাই পন্ডিত
১২) কোন পত্রিকাটি সুকান্ত ভট্টাচায সম্পাদনা করেন?
=> আকাল

১৩) রবিন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্রের’ অধিকাংশপত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে?
=> ইন্দিরা দেবীকে
১৪) রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘ভানুসিংহ’ ঠাকুরের পদাবলীর কোন ভাষা লেখা হয়েছে?
=> ব্রজবুলি
১৫) কে সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন?
=> ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬) কে ‘বর্ণ পরিচয়’ রচনা করেছেন?
=> ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭) আব্দুল সৈয়দ এর ছম্মদাম কি?
=> অশোক সৈয়দ
১৮) ‘গাড়ি চলে না, চলে না, চলে না রে’ এ গানটির গীতিকার কে?
=> শাহ্ আবদুল করিম
১৯) ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি কে রচনা করেছেন?
=> গোবিন্দ হালদার
২০) সনেটের কয়টি অংশ? কি কি?
=> দুইট। ভাবের প্রবর্তন ও পরিনতি
২১) ‘কল্লোল’ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
=> ১৯২৩
২২) অক্ষয়কুমার দত্তের সম্পাদিত পত্রিকার নাম কি?
=> তত্ত্ববোধিনী
২৩) সঞ্জয় ভট্টাচায সম্পাদিত পত্রিকার নাম কি?
=> পূর্বাশা
Previous Post Next Post