25 Important Translation from English to Bengali BCS Exam

25 Important Translation from English to Bengali
1. Have you been to the hospital? - তুমি কি হাসপাতালে গিয়েছ?
2. There are many big snakes in the jungle. - এই জঙ্গলে বড় বড় সাপ আছে।
3. He reads newspaper daily. - তিনি রোজ খবরের কাগজ পড়েন।
4. Industry is the root of all happiness. - পরিশ্রম সকল সুখের মূল।
5. The patient had died before the doctor came. - ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল।
6. The patient died after the doctor had come. - ডাক্তার আসার পর রোগী মারা গেল।
7. Two and three make five. - দুইয়ে  আর তিনে পাঁচ হয়।
8. If I were rich I would help the poor. - আমি যদি ধনি হতাম তা হলে গরীবকে সাহায্য করতাম।
9. The Kamalapur Station is as beautiful as it is big. - কমলাপুর স্টেশনটি যেমন বড় তেমনি সুন্দর।
10. Both you and your brother have done this work. - তুমি এবং তোমার ভাই উভয়ই এ কাজটা করেছ।
11. The train will leave within a few minutes. - কয়েক মিনিটের মধ্যেই গাড়ি ছাড়বে।
12. These exercises are not difficult. - এই অনুশীলনগুলো কঠিন নয়।
13. You cannot prosper in life unless you work hard. - পরিশ্রম কর নইলে উন্নতি করতে পারবে না।
14. Oil is lighter than water. - তেল পানি অপেক্ষা হালকা।
15. We shall go home having the sun set. - সূর্য অস্ত গেলে আমরা বাড়ি যাব।
16. Does not the sun give us light? - সূর্য কি আমাদের কিরণ দেয় না?
17. He lives from hand to mouth. - সে দিনে আনে দিনে খায়।
18. I do not know the boy who came here. - যে ছেলেটি এখানে এসছিল আমি তাকে চিনি না।
19. It is ten minutes to ten. - দশটা বাজতে দশ মিনিট বাকী।
20. Your elder brother is junior to me by two years. - তোমার বড় ভাই আমার চেয়ে দুই বছরের ছোট।
21. I am going to Khulna the next morning. - আমি কাল সকালে খুলনা যাচ্ছি।
22. You should cut your coat according to your cloth. - আয় বুঝে ব্যয় করা উচিত।
23. The people of England speak in English. - ইংল্যান্ডের লোকেরা ইংরেজিতে কথা বলে।
24. A beggar is standing at the door. - একজন ভিখারি দরজায় দাঁড়াইয়া আছে।
25. May you live long. - তুমি দীর্ঘজীবী হও।

Post a Comment

Previous Post Next Post