What does it mean to avoid taxes?/ কর এড়ানো বলতে কি বুঝায়?

কর এড়ানো বলতে কি বুঝায়?

 Tax evasion is a process by which taxpayers try to evade taxes in a tactical and planned way using loopholes in the law.

Even if the government is deprived of revenue as a result of tax evasion, it is not illegal or a crime. Meaning it can be called an opportunity through law.

For example, the purchase of savings certificates on which the government has waived income tax, such as: Defense Savings Certificates, Post Office Savings Certificates, etc., is completely invalid. So taxpayers can avoid taxes by investing in these savings certificates. Again, the interest on the security is up to BDT 20,000. In this case the taxpayer will purchase the amount of security so that the amount of interest is less than BDT 20,000.

Taxes can also be avoided through investment. If you invest in certain sectors under sections 16 and 16 of section 6 of the 6th schedule of the Income-tax Ordinance, you can get a tax deduction of 15% on income up to BDT 500,000.

Due to the ambiguity of the income tax law, lack of patriotism, dishonesty of the tax collecting authorities, unnecessary measures to prevent tax evasion, etc., there is an opportunity to avoid taxes. As a result of avoiding taxes, the government and the country are deprived of revenue.

Therefore, at the end of the above discussion, it can be said that the process by which the taxpayers can be achieved without paying taxes by applying the provisions of the favorable law is called tax evasion.

কর এড়ানো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে করদাতা আইনের ফাঁক-ফোকর ব্যবহার করে কৌশলে এবং পরিকল্পিত ভাবে কর এড়ানো চেষ্টা করে থাকে।

যদি কর এড়ানোর ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় তথাপিও এটা অবৈধ ও অপরাধ নয়। অর্থা এটাকে আইনের মাধ্যমে সুযোগ বলে অভিহিত করা যেতে পারে।

উদাহরণ স্বরূপ সরকার যে সব সঞ্চয়পত্রের উপর আয়কর মওকুফ করেছে সেগুলো ক্রয় করা যেমন: প্রতিরক্ষা সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র ইত্যাদির সুদ সর্ম্পূণ অকরধার্য। সুতারাং করদাতারা এসব সঞ্চয়পত্র বিনিয়োগের মাধ্যমে কর এড়াতে পারেন। আবার সিকিউরিটির সুদ ২০,০০০ টাকা পর্যন্ত অকরধার্য। এক্ষেত্রে করদাতা এমন পরিমান সিকিউরিটি ক্রয় করবে যাতে সুদের পরিমাণ ২০,০০০ টাকার কম হয়।

আবার বিনিয়োগ মাধ্যমেও কর এড়ানো যায়। আয়কর অধ্যাদেশের ৬ষ্ঠ তফসিলের ‘খ’ অংশে ১৬ এবং ১৬ ধারায় কিছু খাতে বিনিয়োগ করলে ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫% হারে কর রেয়াত পাওয়া যায়।

আয়কর আইনের অস্পষ্টতা, দেশপ্রেমের অভাব, কর আদায়কারী কর্তৃপক্ষের অসসতা, কর এড়ানো প্রতিরোধে অপ্রয়োজনীয় ব্যবস্থা ইত্যাদি কারণে কর এড়ানোর সুযোগ পেয়ে থাকে। কর এড়ানোর ফলে সরকার তথা দেশ রাজস্ব হতে বঞ্চিত হয়।

সুতারাং উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে, যে প্রকিয়ায় করদাতাদের অনুকুল আইনের ধারা প্রয়োগের মাধ্যমে কর না দিয়ে তা অর্জন করা যায় যাকে কর এড়ানো বলে।

Post a Comment

Previous Post Next Post