Join Bangladesh Army BMA Long Course / বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন

Join Bangladesh Army
শিক্ষাগত যোগ্যতাঃ
১. বাংলা মাধ্যম => মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ সর্বনিম্ন ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
২. ইংরেজী মাধ্যম => 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে মিনিমাম 'এ' গ্রেড, বাকি ৩টিতে মিনিমাম 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই সর্বনিম্ন 'বি' গ্রেড পেয়ে উর্ত্তীণ হতে হবে।
বিঃদ্রঃ ২০২০ সালের নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীগণ ও আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ ৫.০০ বা তার সমমান গ্রেড পেতে হবে।

বৈবাহিক অবস্থাঃ
অবিবাহিত।
জাতীয়তাঃ জম্মসূত্রে বাংলাদেশের নাগরিক।
অনলাইনে আবেদন শুরুঃ ৭ মার্চ ২০২০ ইং
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ২৩ মে ২০২০ ইং



অনলাইনে আবেদনের পদ্ধতিঃ
১. প্রার্থীকে বাংলাদেশ আর্মি এর ভর্তির অফিসিয়াল ওয়েভসাইটঃ https://joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে আবেদন করতে হবে।
২, আবেদনকারী প্রার্থীগণ Teletalk, Trust Bank t-cash, VISA/Master Card, bKash, Rocket এর মাধ্যমে ১০০০ টাকা (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি জমা প্রদান করতে হবে।
৩. অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েভসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বর +8801713161979 এ সরাসরি যোগাযোগ করুন।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময়ঃ ৩১ মে ২০২০ থেকে ০৪ জুন ২০২০ ইং তারিখের মধ্যে।
পরীক্ষার স্থানঃ বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসসমূহ।
লিখিত পরীক্ষা তারিখঃ ১৯ জুন ২০২০ ইং।
লিখিত পরীক্ষার ফলাফল প্রদানের তারিখঃ ২৫ জুন ২০২০ ইং।
(ফলাফল বাংলাদেশ আর্মি এর ভর্তির অফিসিয়াল ওয়েভসাইট এ প্রকাশ করা হবে)

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুনঃ

বাংলাদেশ সেনাবহিনীতে যোগ দিন বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post