কর ফাঁকি বলতে কি বুঝায়?

কর ফাঁকি বলতে কি বুঝায়?

 সরকার তার বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য যে সকল খাত থেকে রাজস্ব সংগ্রহ করেন তার মধ্যে কর অন্যতম উতস হিসেবে বিবেচিত। এই কর জনসাধারণের নিকট বাধ্যতামুলক। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় খুব কম লোকই কর পছন্দ করেন। অর্থা যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনকে ফাঁকি দিয়ে বা আয়কর আইন অমান্য করে বা মিথ্যার আশ্রয় নিয়ে কর প্রদান করে না বা কম কর পরিশোধ করে তাকে কর ফাঁকি আইনত এবং নীতিগত উভয় দিক হতে অবৈধ এবং শাস্তিযোগ্য। আয়কর আইনের অস্পষ্টতা, উচ্চকর হার, দেশপ্রেমের অভাব, কর আদায়কারী কর্তৃপক্ষের দুর্নীতি, কর ফাঁকি প্রতিরোধ প্রয়োজনীয় আইনের স্বল্পতা ইত্যাদি কারণে করদাতা কর ফাঁকির সুযোগ পেয়ে থাকে।

Post a Comment

Previous Post Next Post