বাংলা সাহিত্যের মধ্যযুগ

বাংলা সাহিত্যের মধ্যযুগ

১. কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন?
উত্তরঃ শাহ্ মুহাম্মদ সগীর

২. মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভ‚মিকা পালন করেন কে?
উত্তরঃ পাঠান সুলতান গণ

৩. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা কি ছিল?
উত্তরঃ ফারসি

৪. আলাউদ্দিন হোসেন শাহ্ বাংলা সাহিত্যে কোন কারণে খ্যাতিমান ছিল?
উত্তরঃ অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য

৫. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত কোন শাসক?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ্

৬. রসুল বিজয় কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ জৈনুদ্দীন

৭. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?
উত্তরঃ মনসা বিজয়

৮. ঐতিহাসিক আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল

৯. চৈতন্য দেব কে ছিলেন?
উত্তরঃ বৈষ্ণব ধর্মের প্রচারক

১০. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
উত্তরঃ গিয়াসউদ্দিন আজম শাহ্

১১. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
উত্তরঃ সৈয়দ হামজা

১২. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
উত্তরঃ ফকির গরীবুল্লাহ

১৩. আমীর হামজা ও সোনাভান কাব্য কে রচনা করেন?
উত্তরঃ ফকির গরীবুল্লাহ

১৪. দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?
উত্তরঃ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

১৫. বটতলার পুঁথি বলতে কি বুঝায়?
উত্তরঃ দোভাষী ভাষায় রচিত পুঁথি

১৬. কবিগানের প্রথম কবি কে?
উত্তরঃ গোঁজলা গুই

১৭. কবিগান রচয়িতা ও গায়ক হিসেবে কারা পরিচিত?
উত্তরঃ রাম বসু ও ভোলা ময়রা

১৮. কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলা?
উত্তরঃ ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ

১৯. এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তরঃ কবি গান

২০. কবিয়ালা ও শায়েবের উদ্ভব কবে?
উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে

২১. পুঁজি সাহিত্যে বলতে কি বুঝ?
উত্তরঃ ইসলামী চেতনা সম্পৃক্ত

২২. শাক্ত পাদবলীর জন্য বিখ্যাত কে?
উত্তরঃ রাম প্রসাদ সেন

২৩. টপ্পা কি?
উত্তরঃ এক ধরনের গান

Post a Comment

Previous Post Next Post