একুশে ফেব্রুয়ারি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
একুশে ফেব্রুয়ারিকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
কবে থেকে
জাতিসংঘের সদস্যদেশসমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে?
উত্তরঃ ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে
আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস কি নামে পরিচিত?
উত্তরঃ শহীদ দিবস
১৯৫২ সালের
একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল?
উত্তরঃ ৮ ফাল্গুন, ১৩৫৮
১৯৫২ সালের
একুশে ফেব্রুয়ারি কি বার ছিল?
উত্তরঃ বৃহস্পতিবার
শহীদ মিনার
কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গনে
জাতীয় সংসদে
'বাংলা ভাষা প্রচলন বিল' পাশ হয় কবে?
উত্তরঃ ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি
'বাংলা ভাষা
প্রচলন বিল' কার্যকর হয় কবে থেকে?
উত্তরঃ ৮ মার্চ ১৯৮৭ সাল থেকে
ইউনেস্কোর
প্যারিস অধিবেশনে কয়টি দেশ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার
সমর্থন দেয়?
উত্তরঃ ১৮৮টি দেশ
আমার ভাইয়ের
রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফ্ফার চৌধুরী
আমার ভাইয়ের
রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?
উত্তরঃ আলতাফ মাহমুদ, পরে আব্দুল লতিফ
একুশে ফেব্রুয়ারিকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?
উত্তরঃ ইউনেস্কো
জাতিসংঘ একুশে
ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উত্তরঃ ৫ ডিসেম্বর ২০০৮
৫২র ভাষা
শহীদদের কবর কোথায়?
উত্তরঃ আজিমপুর কবরস্থানে
বাংলা ভাষাকে
দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতিদেয় কোন দেশ?
উত্তরঃ আফ্রিকার দেশ সিয়েরা লিওন
সর্বপ্রথম
কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করে কোন দেশ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্র ও জাতীয় ভাষা হিসেবে ঘোষণা দেন কবে?
উত্তরঃ ১৯৭৫ সালের ২১ মার্চ
একুশে ফেব্রুয়ারির
প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
একুশের গল্প
এর তপু কোথায় গুলিবিদ্ধ হয়েছিল?
উত্তরঃ হাইকোর্টের মোড়ে
একুশে ফেব্রুয়ারির
দিন সর্ব কনিষ্ঠ নিহত কিশোরের নাম কি?
উত্তরঃ অহিউল্লাহ
শহীদ মিনারের
স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান
কাদের প্রত্যক্ষ
তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনার তৈরি করা হয়?
উত্তরঃ হামিদুর রহমান ও নভের আহমেদ
শহীদ মিনারের
উচ্চতা কত মিটার?
উত্তরঃ ১৪ মিটার (৪৬ ফুট)
ভাষা আন্দোলনের
প্রথম গান কি?
উত্তরঃ রাষ্ট্রভাষা
একুশের প্রথম
গান ‘ভুলব না ভুলব না’ এর রচয়িতার নাম কি?
উত্তরঃ গাজীউল হক
একুশের প্রথম
উপন্যাস ‘আরেক ফাল্গুনে’র রচয়িতা কে?
উত্তরঃ জহির রায়হান
একুশের প্রথম
গল্প ‘একুশের গল্প’ এর লেখক কে?
উত্তরঃ জহির রায়হান
একুশের প্রথম
শহীদ মিনার নির্মাণ করা হয় কোথায়?
উত্তরঃ রাজশাহী কলেজ চত্বরে
‘কাঁদদে আসিনি
ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতার রচয়িতা কে?
উত্তরঃ চট্টগ্রামের মাহবুব উল আলম চৌধুরী
একুশের প্রথম
নাটকের নাম কি?
উত্তরঃ কবর
কবর নাটকের
রচয়িতা কে?
উত্তরঃ মুনীর চৌধুরী
কবর নাটকটি
রচনা করা হয় কবে?
উত্তরঃ ১৭ জানুয়ারি ১৯৫৩ সালে
কবর নাটকটি
প্রথম মঞ্চস্থ করা হয় কবে, কোথায়?
উত্তরঃ ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় কারাগারে
ভাষা আন্দোলনের
প্রথম গানের রচয়িতা কে?
উত্তরঃ কবি শামসুদ্দিন আহমেদ
কুমড়ো ফুলে
ফুলে নুয়ে পড়েছে লতাটা...কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
ওরা আমার
মুখের ভাষা কাইড়া নিতে চায়...এর রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল লতিফ
সরকারি ভাষা
হিসেবে এদেশে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কবে?
উত্তরঃ ১৮৩৫
একুশে ফেব্রুয়ারিকে
প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তরঃ কানাডা
একুশে ফেব্রুয়ারি
১৯৫২ সালে কার নেতৃত্বে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে?
উত্তরঃ গাজিউল হক
১৯৫২ সালের
আগে কত তারিখে ভাষা দিবস পালন করা হত?
উত্তরঃ ১১ মার্চ
বাংলা ভাষার
জন্য ভূমিকা রাখায় কোন পত্রিকাকে নিষিদ্ধ করা হয়?
উত্তরঃ অবজারভার
ছায়ানটের
প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তরঃ ডাঃ সানজিদা খাতুন
পাকিস্তানের
একমাত্র বাঙ্গালি রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ খাজা নাজিমুদ্দিন
একুশের চলচ্চিত্র
‘জীবন থেকে নেয়া’র পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান
Let
there be light চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান
সালাম সালাম
হাজার সালাম গানের গীতিকার ও সুরকার কে?
উত্তরঃ গীতিকার ফজল এ খোদা, সুরকার আবদুল জব্বার
একুশে ফেব্রুয়ারিতে
প্রথম কে শহীদ হন?
উত্তরঃ রফিক উদ্দিন
জনসংখ্যার
দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?
উত্তরঃ ৭ম
দেশের বাইরে
প্রথম শহীদ মিনার নির্মান হয় কোথায়?
উত্তরঃ জাপানে
স্বাধীনতার
পর প্রথম ডাকটিকেটে কিসের ছবি ছিল?
উত্তরঃ শহীদ মিনারের
কোন পত্রিকা
ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল?
উত্তরঃ সাপ্তাহিক সৈনিক
পাকিস্তানের
গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানা কে?
উত্তরঃ ধীনেন্দ্রনাথ দত্ত
ভাষা আন্দোলনের
ফলে কোন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ বাংলা একাডেমী (১৯৫৫ সালের ৩ ডিসেম্বর)
বাংলা একাডেমি
পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ১৯৬০ সালে
একুশে পদক
প্রবর্তন করা হয় কবে থেকে?
উত্তরঃ ১৯৭৭ সাল
রাষ্ট্রভাষা
সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৪৮ সালে
একুশের প্রথম
সংগঠন কোনটি ও তার প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সংগঠন তমুদ্দিন মজুলিস ও প্রতিষ্ঠাতা আবুল কাশেম
তমুদ্দিন
মজলিস কোন ধরনের সংগঠন?
উত্তরঃ সাংস্কৃতিক
তমুদ্দিন
মজলিস কবে গঠিত হয়?
উত্তরঃ ২ সেপ্টেম্বর ১৯৪৭
Post a Comment