NPSB কি? কিভাবে কাজ করে? বিস্তারিত/ What is NPSB? How does it work? details

 


National Payment Switch Bangladesh হলো এমন একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, যা আন্তব্যাংকে কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। ২০১২ সালের ডিসেম্বর মাসের ২৭ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাত্রা শুরু হয় NPSB এর। উদ্দেশ্য ছিল ডেবিট, ভিসা, মাস্টারকার্ড এবং অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করা এবং কম টাকায় গ্রাহকদের সার্ভিস প্রদান করা। বর্তমানে সব ধরনের ইলেকট্রনিক অর্থ লেনদেনের সুবিধাকে একটি প্ল্যাটফর্মে এনে ই-কমার্স এবং কার্ডের মাধ্যমে লেনদেনকে উৎসাহিত করতে মূলত এনপিএসবি সেবাটি কাজ করছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারেন, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পয়েন্ট অব সেল (পজ) টার্মিনালের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক নিজের অ্যাকাউন্ট বা কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্টহোল্ডারকে টাকা পাঠাতে পারেন। অন্য ব্যাংকের এটিএম এ প্রতি নগদ উত্তোলনে চার্জ ১৫ টাকা। ব্যালান্স অনুসন্ধান ও হিসাব বিবরণী সংগ্রহের চার্জ ৫ টাকা। সাধারনত অটোমেটেড টেলার মেশিন থেকে লেনদেন সর্বোচ্চ ৫টি লেনদেন ৫০,০০০ টাকা নগদ ওঠানো যায়।

Post a Comment

Previous Post Next Post