মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলি

 


মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি ১৮২৪ সালে, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি মৃত্যু বরন করেন ১৯ জুন ১৮৭৩ সালে কলকাতায়। তার রচিত ও প্রকাশিত প্রথম গ্রস্থ হলঃ Captive Lady (যা প্রকাশিত হয় ১৯৪৯ সালে) এর অর্থ বন্দি। মাইকেল মধুসূদন দত্তের রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রস্থ হল শর্মিষ্ঠা নাটকটি যা ১৮৫৯ সালে প্রকাশিত হয়। তার রচিত প্রহসন একেই কি বলে সভ্যতা (যা প্রকাশিত হয় ১৮৬০ সাল), বুড়ো সালিকের ঘাড়ে রোঁ (যা প্রকাশিত হয় ১৮৬০ সালে)। মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক পদ্মাবতী (যা প্রকাশিত হয় ১৮৬০ সালে), কৃষ্ণকুমারী (যা প্রকাশিত হয় ১৮৬১ সালে)। তার রচিত গীতিকাব্য ব্রজাঙ্গনা (যা প্রকাশিত হয় ১৯৬১ সালে)। মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদবধ কাব্য (যা প্রকাশিত হয় ১৯৬১ সালে)। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলঃ শর্মিষ্ঠা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা?, পদ্মাবতী, তিলোত্তমাসম্ভব কাব্য, কৃষ্ণকুমারী, বীরাঙ্গনা কাব্য। তাছাড়া মাইকেল মধুসূদন দত্তকে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টাও বলা হয়। এর অনুকরণে সনেট রচনা করেন, ইতালীয় কবি পেত্রার্ক এবং শেক্সপিয়র। বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।

Post a Comment

Previous Post Next Post