কমনওয়েলথ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর/ Important questions and answers about the Commonwealth

 


১. কমনওয়েলথ কোন ধরনের সংস্থা?
উত্তরঃ রাজনৈতিক

২. কমনওয়েলথের পূর্ণ নাম কি?
উত্তরঃ কমনওয়েলথ অব নেশনস

৩. ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৮৭ সালে

৪. ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস থেকে ব্রিটিশ কথাটি বাদ দেওয়া হয় কবে?
উত্তরঃ ১৯৪৯ সালে

৫. কমনওয়েলথের বর্তমান সদস্যরাষ্ট্র কতটি?
উত্তরঃ ৫৬টি

৬. কমনওয়েলথের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তরঃ গ্যাবন ও টোগো

৭. গ্যাবন ও টোগো কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কবে?
উত্তরঃ ২৫ জুন ২০২২ সালে

৮. বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৮ এপ্রিল ১৯৭২ সালে

৯. কমনওয়েলথের সচিবালয় কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৬৫ সালে

১০. কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ ব্যারনেস প্যাট্রিসিয়া জ্যানেট, স্কটল্যান্ড

১১. কমনওয়েলথের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ যুক্তরাজ্যের লন্ডনের মার্লবোরো হাউসে অবস্থিত

১২. কমনওয়েলথের বর্তমান প্রধান কে?
উত্তরঃ রাজা তৃতীয় চার্লস

১৩. কমনওয়েলথের দেশগুলোর প্রধানদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালে

১৪. সর্বশেষ ২০২২ সালে কোথায় কমনওয়েলথ দেশগুলোর প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়?
উত্তরঃ রুয়ান্ডায়

১৫. কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের মধ্যে রাজা তৃতীয় চার্লস কতটি দেশের সাংবিধানিক রাজা?
উত্তরঃ ১৫টি দেশের

১৬. ব্রিটিশ শাসনাধীন না থেকেও কমনওয়েলথের সদস্যপদ অর্জন করেছে কোন কোন দেশ?
উত্তরঃ মোজাম্বিক, রুয়ান্ডা ও গ্যাবন

১৭. কত বছর পরপর কমনওয়েলথ দেশগুলোর প্রধানদের মধ্যে বৈঠক হয়?
উত্তরঃ দুই বছর পরপর

১৮. কত বছর পরপর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
উত্তরঃ চার বছর পরপর

English Translate
1. What kind of organization is the Commonwealth?
Answer: Political

2. What is the full name of the Commonwealth?
Answer: Commonwealth of Nations

3. When was the British Commonwealth of Nations established?
Answer: In 1887

4. When was the British word removed from the British Commonwealth of Nations?
Answer: In 1949

5. How many current member states of the Commonwealth?
Answer: 56

6. Which is the last member state of the commonwealth?
Answer: Gabon and Togo

7. When did Gabon and Togo become members of the Commonwealth?
Answer: 25 June 2022

8. When did Bangladesh become a member of the Commonwealth?
Answer: 18 April 1972

9. When was the Commonwealth Secretariat formed?
Answer: In 1965

10. Who is the current Secretary General of the Commonwealth?
Answer: Baroness Patricia Janet, Scotland

11. Where is the headquarters of the Commonwealth?
Answer: Located in Marlborough House, London, UK

12. Who is the current head of the Commonwealth?
Answer: King Charles III

13. When was the first meeting of the heads of the Commonwealth of Nations held?
Answer: In 1971

14. Where was the last Commonwealth Heads of State meeting held in 2022?Answer: In Rwanda

15. Among the 56 Commonwealth countries, King Charles III is the constitutional monarch of how many countries?
Answer: 15 countries

16. Which countries have gained membership of the Commonwealth without being under British rule?
Answer: Mozambique, Rwanda and Gabon

17. How many years in a row is the meeting between the heads of the Commonwealth of Nations?
Answer: Two years in a row

18. How many consecutive years are the Commonwealth Games held?
Answer: Four consecutive years

Post a Comment

Previous Post Next Post