অলিম্পিক গেমস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর/ Important Questions and Answers about the Olympic Games

 


১. গ্রেটেস্ট শো অন আর্থ কোন গেমসকে বলা হয়?
উত্তরঃ অলিম্পিক গেমসকে

২. অলিম্পিক গেমসের আয়োজক কে?
উত্তরঃ International Olympic Committee (IOC)

৩. আন্তর্জাতিক অলিকিম্পক কমিটি (আইওসি) কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২৩ জুন ১৮৯৪ সালে, ফ্রান্সের প্যারিসে

৪. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ২০৬টি

৫. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সদর দপ্তর কোথায়?
উত্তরঃ সুইজারল্যান্ডে লুজানে

৬. প্রাচীন অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ খ্রিষ্টপূর্ব ৭৭৬ গ্রিসে

৭. প্রাচীন অলিম্পক শেষ হয় কবে?
উত্তরঃ ৩৯৪ খ্রিষ্টাব্দে

৮. আধুনিক অলিম্পিক প্রথম কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৯৬ সালে

৯. আধুনিক অলিম্পিক প্রথম কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ গ্রিসের এথেন্সে

১০. আধুনিক অলিম্পিকের জনক কে?
উত্তরঃ ব্যারন পিয়ারে দ্য কুবার্তো (ফ্রান্স)

১১. অলিম্পিক গেমসের পতাকায় কয়টি রং রয়েছে?
উত্তরঃ পাঁচটি (লাল, হলুদ, সবুজ, নীল ও কালো)

১২. অলিম্পিক গেমসের পতাকায় বৃত্তগুলোর রং দ্বারা কোন মহাদেশকে বুঝানো হয়েছে?
উত্তরঃ লাল (আমেরিকা), হলুদ (এশিয়া), সবুজ (ওশেনিয়া), নীল (ইউরোপ), কালো (আফ্রিকা)

১৩. অলিম্পিক গেমসে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে?
উত্তরঃ ১৯২০ সালে

১৪. অলিম্পিক গেমসে শিখার প্রবর্তন প্রথম হয় কবে ও কোথায়?
উত্তরঃ ১৯২৮ সালে, নেদারল্যান্ডসের আমস্টারডামে

১৫. অলিম্পিক গেমসের অফিসিয়াল ভাষা কয়টি ও কি কি?
উত্তরঃ দুইটি, ইংরেজি ও ফরাসি

১৬. প্রথম আধুনিক অলিম্পিকে কয়টি দেশ অংশগ্রহণ করে?
উত্তরঃ ১৩টি দেশ

১৭. অলিম্পিক গেমসে নারীরা প্রথম অংশগ্রহণ করে কবে?
উত্তরঃ ১৯০০ সালে

১৮. অলিম্পিক গেমসে ম্যারাথনের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৬ মাইল ৩৮৫ গজ

১৯. অলিম্পিক গেমস বলতে কি বোঝায়?
উত্তরঃ গ্রীষ্মকালীন অলিম্পিক

২০. প্রথম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কবে ও কোথায়?
উত্তরঃ ১৯২৪ সালে, চ্যামোনিষ্ক (ফ্রান্স)

২১. প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিক গেমস অনুষ্টিত হয়
উত্তরঃ প্যারা অলিম্পিক

২২. প্রথম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬০ সালে, ইতালির রোমে

২৩. অলিম্পিক গেমসের এক আসরে সর্বোচ্চ স্বর্ণপদক বিজয়ী কে?
উত্তরঃ মাইকেল ফেলপস (মার্কিন যুক্তরাষ্ট)

২৪. মাইকেল ফেলপস ২০০৮ বেইজিং অলিম্পিকে কয়টি স্বর্ণপদক লাভ করেন?
উত্তরঃ ৮টি

২৫. বাংলাদেশ কবে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৮০ সালে

২৬. বাংলাদেশ কবে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে?
উত্তরঃ ১৯৮৪ সালে

২৭. বাংলাদেশ কততম অলিম্পিকে অংশগ্রহণ করে?
উত্তরঃ ২৪তম

২৮. বাংলাদেশ কোন অলিম্পিকে অংশগ্রহন করে?
উত্তরঃ লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র)

২৯. এশিয়া মহাদেশে সর্বপ্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কবে কোথায়?
উত্তরঃ ১৯৬৪ সালে, টোকিও (জাপান), ১৮তম

৩০. এশিয়া মহাদেশে কতবার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ৪বার (সর্বশেষ ৩২ তম ২০২১ সালে, টোকিও জাপান)

Post a Comment

Previous Post Next Post