মার্কিন প্রশাসনে ৪ বাংলাদেশি

মার্কিন প্রশাসনে ৪ বাংলাদেশি

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে অন্তর্ভূক্ত হয়েছেন ৪ জন বাংলাদেশি। তারা সর্স্পকে জানুন...

১. জাইন সিদ্দিকঃ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাইন সিদ্দিক হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নিয়োগ লাভ করেছেন। জাইন ডোমেস্টিক অ্যান্ড ইকোনোমিক বিভাগের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থাতেই এ পদে নিয়োগ পান। জাইনের পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে।

২. কাজী সাবিল রহমানঃ কাজী সাবিল রহমান ৩৮ বছর বয়সী হোয়াইট হাউজের এক্সিকিউটিভ অফিসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগে ইনফরমেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিনিয়র কাউন্সেলর পদে যোগদেন। যুক্তরাষ্ট্রের নিউইরর্কে জম্মগ্রহনকারী সাবিল রহমান ব্রুকলিন ল’ স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ছাড়াও ডেমস নামক একটি থিঙ্ক ট্যাংকের প্রেসিডেন্ট পদে আছেন।

৩. ফারাহ আহমেদঃ
নরসিংদীর মেয়ে ফারাহ আহমেদ যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীনে আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ পদে নিয়োগ পেয়েছেন । কর্ণেল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন তিনি। ফারাহ এর পিতা ড. মাতলুব আহমেদ ও মাতা ড. ফেরদৌস আহমেদ। ফারাহ আহমেদের মামা ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

৪. রুমানা আহমদঃ
রুমানা আহমেদ ইউএস এজেন্সি ফর গ্লোবাল ইনফরমেশনের রিভিউ প্যানেলের সদস্য পদে যোগদান করেন। রুমানা জো বাইডেন ট্রান্সজিশন টিমের আন্তর্জাতিক গণমাধ্যম দলেও কারেন। সাবেক প্রেসিডিন্ট বারাক ওবামার সময়ে হোয়াইট হাউসে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৭৮ সালে রুমানা বাবা মার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

Post a Comment

Previous Post Next Post