Directorate of Technical Education Job Circular / কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতে শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১. পদের নামঃ ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ)
বেতনঃ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা
পদ সংখ্যাঃ সিভিল-১৫৬, ইলেকট্রিক্যাল-৯৮, মেকানিক্যাল-৮৫, পাওয়ার-৪৫, ইকেলট্রনিক্স-১৪১, অটোমোবাইল-৪, আরএসি-৭৫, এনভায়রনমেন্টল-৩১, কেমিক্যাল-৩, ফুড-৩৯, টেলিকমিউনিকেশন-১৫, ইলেকট্রোমেডিক্যাল-২৭, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৫, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-১৮, ট্যুরিজম-১১, ডাটা কমি-৫, কম্পিউটার সাইন্স-৫, আইপিসিটি-১৩, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন এন্ড পেটার্ন মেকিং-৩, সিভিল (উড)-২, গ্রাফিক ডিজাইন-২, প্রিন্টিং-২
মোট পদ সংখ্যাঃ ১০৫৭ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ পদার্থ ও রসায়নসহ ২য় শ্র্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা বা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স ও ৫ বছরের অভিজ্ঞতা।

২. পদের নামঃ ক্রাফট ইনস্ট্রাক্টর ( টিআর/ ইলেকট্রনিকস/ টেক)
বেতনঃ  ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা
পদ সংখ্যাঃ সিভিল-১৬৫, ইলেকট্রিক্যাল-৯৪, মেকানিক্যাল-৯৫, পাওয়ার-৪৬, ইলেকট্রনিক্স-১২৭, কম্পিউটার-১৭৭, অটোমোবাইল-৫, আরএসি-৫৯, এনভায়রনমেন্টাল-৩১, কেমিক্যাল-৪, ফুড-২৭, টেলিকমিউনিকেশন-১৩, ইলেকট্রোমেডিক্যাল-৩০, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৯, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-৯, ট্যুরিজম-১০, ডাটা কমি-৫, কম্পিউটার সাইন্স-৫, আইপিসিটি-১২, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন এন্ড পেটার্ন মেকিং-৪, সিভিল (উড)-৪, সিরামিক-৩, গ্লাস-২, গ্রাফিক ডিজাইন-৩, প্রিন্টিং-৩
মোট পদ সংখ্যাঃ ১০১৯ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ পদার্থ ও রসায়নসহ ২য় শ্র্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা বা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স ও ৫ বছরের অভিজ্ঞতা।

৩.পদের নামঃ ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ ল্যাব)
বেতনঃ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা
পদ সংখ্যাঃ সিভিল-৮, ইলেকট্রিক্যাল-৬, মেকানিক্যাল-৩, পাওয়ার-১, ইলেকট্রনিক্স-১৮, কম্পিউটার-২৭, আরএসি-১৯, এনভায়রনমেন্টাল-১, ফুড- ১৩, টেলিকমিউনিকেশন-১, ইলেকট্রোমেডিক্যাল-২, কন্সট্রাকশন-১, মেকাট্রনিক্স-৫
মোট পদ সংখ্যাঃ ১০৫ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ পদার্থ ও রসায়নসহ ২য় শ্র্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা বা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স ও ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণ করতে হবেঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dter.teletalk.com.bd এই ওয়েভসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
  ১. অনলাইনে আবেদনপত্র পূরন ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ০৫ মে ২০২১ইং সকাল ১০ টা।
  ২. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ২৫ মে ২০২১ ইং বিকাল ৫ টা।
খ. অনলাইনে আবেদনপত্রে প্রার্থা তার স্বাক্ষর (দৈর্ঘ্যে ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল) ও রঙিন ছবি ( (দৈর্ঘ্যে ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
গ. অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহৃ হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে।

Post a Comment

Previous Post Next Post