Socio Economic Health Education Organization (SEHEO) Job Circular / সিও নিয়োগ বিজ্ঞপ্তি

সিও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি বেসরকারী সেচ্ছাসেবী মানব কল্যান প্রতিষ্ঠান বা এনজিও। এনজিওটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কাজটি অন্যকম। হেড অফিসসহ আওতাধীন বর্ধিত এলাকার জন্য ক্ষুদ্রঋণ কাজ দীর্ঘসময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য, কর্মঠ ও পরিশ্রমী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সিও নিয়োগ বিজ্ঞপ্তি

১. পদের নামঃ সহকারী পরিচালক- ঋণ প্রকল্প
পদের সংখ্যাঃ ০২
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর বা সমমান
বেতনঃ আলোচনা সাপেক্ষে

২.  পদের নামঃ জোনাল ম্যানেজার
পদের সংখ্যাঃ ০৫
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর বা সমমান
বেতনঃ প্রবেশনকালে ৪০,০০০ টাকা

৩. পদের নামঃ আঞ্চলিক ব্যবস্থাপক
পদের সংখ্যাঃ ০৮
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান
বেতনঃ প্রবেশনকালে ৩৫,০০০ টাকা

৪. পদের নামঃ প্রশিক্ষক (পুরুষ বা মহিলা)
পদের সংখ্যাঃ ০১
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান
বেতনঃ আলোচনা সাপেক্ষে

৫. পদের নামঃ অডিট ও মনিটরিং অফিসার
পদের সংখ্যাঃ ১০
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান
বেতনঃ প্রবেশনকালে ২২,০০০ টাকা

৬. পদের নামঃ জোনাল হিসাবরক্ষক
পদের সংখ্যাঃ ০৫
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ বি.কম বা এম.কম বা সমমান
বেতনঃ প্রবেশনকালে ২৩,০০০ টাকা

৭.পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদের সংখ্যাঃ ৩০
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান
বেতনঃ প্রবেশনকালে ২৭,০০০ টাকা

৮. পদের নামঃ শাখা হিসাবরক্ষক
পদের সংখ্যাঃ ৩০
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ বি.কম বা এম.কম বা সমমান
বেতনঃ প্রবেশনকালে ১৯,০০০ টাকা

৯. পদের নামঃ সহকারী শাখা হিসাবরক্ষক
পদের সংখ্যাঃ ৫০
অভিজ্ঞতাঃ অনভিজ্ঞ
শিক্ষাগত যোগ্যতাঃ বি.কম বা এম.কম বা সমমান
বেতনঃ আলোচনা সাপেক্ষে

১০. পদের নামঃ ফিল্ড অফিসার
পদের সংখ্যাঃ ১০০
অভিজ্ঞতাঃ ঋণ প্রকল্পে যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ পদে কম পক্ষে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম এইচ.এস.সি বা সমমান
বেতনঃ প্রবেশনকালে ১৫,০০০ টাকা

১১. পদের নামঃ ফিল্ড অফিসার
পদের সংখ্যাঃ ৩০০
অভিজ্ঞতাঃ অনভিজ্ঞ।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম এইচ.এস.সি বা সমমান
বেতনঃ আলোচনা সাপেক্ষে

১২. পদের নামঃ রিসিপশনিষ্ট (মহিলা)
পদের সংখ্যাঃ ০২
অভিজ্ঞতাঃ অনভিজ্ঞ বা অভিজ্ঞ
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম এইচ.এস.সি বা সমমান
বেতনঃ আলোচনা সাপেক্ষে

১৩. পদের নামঃ এম এল এস এস
পদের সংখ্যাঃ ০২
অভিজ্ঞতাঃ অনভিজ্ঞ।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম এস.এস.সি বা সমমান
বেতনঃ আলোচনা সাপেক্ষে

১৪. পদের নামঃ নৈশ প্রহরী
পদের সংখ্যাঃ ০২
অভিজ্ঞতাঃ অনভিজ্ঞ।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম অষ্টম শ্র্রেণী পাশ
বেতনঃ আলোচনা সাপেক্ষে

চাকুরির সুবিধা সমুহঃ ১১ নং পদে প্রাক প্রশিক্ষণ এক মাস ৮,০০০ টাকা পরবর্তী দুই মাস প্রশিক্ষণকাল প্রতি মাসে ১০,০০০ টাকা, তারপর স্থায়ীকরণের পূর্ব পযন্ত শিক্ষানবিশকালে প্রতিমাসে ১৫,০০০ টাকা করে বেতন প্রদান করা হবে। পদমযাদা অনুযায়ী নিয়োগকৃত কর্মীদের নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মোবাইল বিল ও আবাসিক সুবিধা দেয়া হবে। প্রার্থীর শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে চাকুরিতে স্থায়ীকরন করা হবে, চাকুরিতে স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ ও প্রাচ্যুইটিসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনকারীকে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার, চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি, সদ্যতোলা ২ কপি পাসর্পোট সাইজের রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বরসহ আগামী ৩১ মে ২০২১ ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি বা কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। ১ থেকে ৮ নং পদে ৩০০ টাকা, ৯ থেকে ১২ নং পদে ২০০ টাকা, ১৩ ও ১৪ নং পদে ১০০ টাকা SEHEO/ সিও চলতি হিসাব নম্বরঃ ২৪০৭০০১০৩৭০৭৪, সোনালী ব্যাংক লিঃ, ঝিনাইদহ শাখা ও রেজিষ্ট্রেশন ফি এর টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন জমা স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কাযালয়, সার্কিট হাউজ রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেখা যাবে www.seheobd.org / www.facebook.com/seheo. পরীক্ষার জন্য মোবাইলের মাধ্যমে জানানো হবে। যোগাযোগের মাধ্যম মোবাইলঃ ০১৯০৭ ০৯৪০৫৩ বা ০১৯০৭ ০৯৪০৫২, টেলিফোনঃ ০৪৫১ ৬২৬৩০।

Post a Comment

Previous Post Next Post