সরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি - পুরস্কার ও সম্মাননা

 

১. নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
উত্তরঃ আলফ্রেড বার্নার্ড নোবেল

২. কবে আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ২১ অক্টোবর ১৮৩৩, সুইডেনের স্টাকহোমে

৩. প্রতিবছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় কখন?
উত্তরঃ ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)

৪. বর্তমানে নোবেল পুরস্কার দেয়া হয় কয়টি বিষয়ে?
উত্তরঃ ৬ বিষয়ে

৫. আর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম দেয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে

৬. নরওয়েজিয়ান নোবেল কমিটি…
উত্তরঃ শান্তি

৭. রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস…
উত্তরঃ পদার্থ, রসায়ন ও অর্থনীতি

৮. সুইডিশ একাডেমি…
উত্তরঃ সাহিত্য

৯. ক্যারোলিনস্কা ইনস্টিটিউট…
উত্তরঃ চিকিৎসাবিজ্ঞান

১০. প্রথম কোন মুসলমান নোবেল পুরস্কার পান?
উত্তরঃ আনোয়ার সাদাত, মিশর

১১. নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী কে?
উত্তরঃ শিরিন এবাদি, ইরান

১২. এশিয়ায় প্রথম কে নোবেল জয় করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

১৩. এশিয়ার শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পান কে?
উত্তরঃ লি ডাক থো, ভিয়েতনাম। কিন্তু তিনি পুরস্কার প্রত্যাখান করেন।

১৪. নোবেল বিজয়ী বাঙালি কতজন?
উত্তরঃ ৩ জন। (রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, ড. মুহাম্মদ ইউনূস)

১৫. কে নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশী?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস

১৬. যুক্তরাষ্ট্রের প্রথম নোবেল বিজয়ী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ থিওডোর রুজভেল্ট (শান্তিতে, ১৯০৬)

১৭. সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পান কে?
উত্তরঃ মালালা ইউসুফজাই (পাকিস্থান), ১৭ বছর বয়সে

১৮. নোবেলজয়ী প্রথম নারী কে?
উত্তরঃ মেরি কুরি

১৯. ব্রিটেনের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কারের নাম কি?
উত্তরঃ দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন

২০. বুকার পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে (প্রবর্তক- যুক্তরাজ্যের বুকার ম্যাক কোলেন কোম্পানি)

২১. বিশ্বে সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কারের নাম কি?
উত্তরঃ ম্যান বুকার আন্তার্জাতিক পুরস্কার

২২. ম্যান বুকার গ্রুপ “ম্যান বুকার পুরস্কার” প্রবর্তন করেন কবে?
উত্তরঃ ২০০৫ সালে

২৩. চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার প্রবর্তক কে?
উত্তরঃ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)

২৪. দ্বিতীয় বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার কে লাভ করেন?
উত্তরঃ শেখ হাসিনা

২৫. ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে?
উত্তরঃ ফিলিপাইন (প্রবর্তন ১৯৫৭ সাল থেকে)

২৬. ফিলিপাইনের কোন সাবেক প্রেসিডেন্টের নামে ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ র‌্যামন ম্যাগসেসের নামানুসারে

২৭. এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত…
উত্তরঃ ম্যাগসেসে পুরস্কার

২৮. সিডনি শান্তি পুরস্কারের জনক কে?
উত্তরঃ অস্ট্রেলিয়ার সিডনি পিস প্রাইজ ফাউন্ডেশন

২৯. গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম কি?
উত্তরঃ অ্যাবেল পুরস্কার

৩০. জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করে কবে?
উত্তরঃ ১৯৬৬ সালে

৩১. সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ২০০১ সালে

৩২. বিশ্বের চলচ্চিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম কি?
উত্তরঃ অস্কার

৩৩. প্রথম অস্কার বিজয়ী ভারতীয় কে?
উত্তরঃ বানু আথাইয়া (১৯৮২ সালে, গান্ধী চলচ্চিত্রের জন্য)

৩৪. চলচ্চিত্র উৎসব প্রবর্তন হয় কবে?
উত্তরঃ ১৯৩৯ সালে

৩৫. কান যে দেশের শহরের নাম?
উত্তরঃ ফ্রান্স

৩৬. কান চলচ্চিত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কবে?
উত্তরঃ ১৯৪৮ সালে

৩৭. পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় কোন দেশে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রে

৩৮. পুলিৎজার পুরস্কার কার নামে নামকরণ করা হয়?
উত্তরঃ সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে

৩৯. মিস ওয়ার্ল্ড এর প্রবর্তক কে?
উত্তরঃ এরিক মরলি (১৯৫১ সালে)

৪০. ঐশ্বরিয়া রাই মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৪ সালে

৪১. যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকের নাম কি?
উত্তরঃ প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম অ্যাওয়ার্ড

৪২. গেকো কোন দেশের সাহিত্য পুরস্কার?
উত্তরঃ ফ্রান্সের

৪৩. ফান্সের সবোর্চ্চ বেসামরিক পদক কোনটি?
উত্তরঃ দ্য কমান্ডার অব দ্য লিজিয়ন অব অনার

৪৪. দ্য ক্রস অব দ্য মেরিট কোন দেশের সর্বোচ্চ সম্মাননা পদক?
উত্তরঃ র্জামানির

Post a Comment

Previous Post Next Post