অসমাপ্ত আত্মজীবনী থেকে সকল নিয়োগ পরীক্ষার জন্য গুরুর্ত্বপূর্ন প্রশ্নোত্তর

 


১. অসমাপ্ত আত্মজীবনী কার রচনা?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২. অসমাপ্ত আত্মজীবনী কোন ধরনের রচনা?
উত্তরঃ গ্রস্থাকার

৩. অসমাপ্ত আত্মজীবনীর রচনার সময় কাল?
উত্তরঃ ১৯৬৬-১৯৬৯

৪. অসমাপ্ত আত্মজীবনীর পান্ডুলিপি শেখ হাসিনার হাতে আসে কবে?
উত্তরঃ ২০০৪ সালে

৫. অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯ জুন ২০১২

৬. অসমাপ্ত আত্মজীবনী নামকরণ করেন কে?
উত্তরঃ শেখ রেহানা

৭. অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন?
উত্তরঃ শেখ হাসিনা

৮. অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি সংস্করণের নাম কি?
উত্তরঃ Unfinished Memoris

9. অসমাপ্ত আত্মজীবনীর প্রচ্ছদ…
উত্তরঃ সমর মজুমদার

১০. এটি মোট কতটি বিদেশি ভাষায় অনুবাদ হয়েছে?
উত্তরঃ ১৩ টি (পরিবর্তনযোগ্য)

১১. এটি সর্বশেষ প্রকাশিত হয়েছে কোন ভাষায়?
উত্তরঃ কোরিয়ান ভাষায়

১২. অসমাপ্ত আত্মজীবনী কোরিয়ান ভাষায় কত তারিখে প্রকাশিত হয়?
উত্তরঃ ১ জুলাই ২০২১

১৩. ‘বসেই তো আছ, লেখ তোমার জীবনের কাহিনী’ এ কথা কে বলেছিল?
উত্তরঃ বঙ্গবন্ধুর সহধর্মিণী

১৪. বঙ্গবন্ধুর দাদার নাম কি?
উত্তরঃ শেখ আব্দুল হামিদ

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পিতার পেশা কি ছিল?
উত্তরঃ সেরেস্তাদার

১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন কোন স্কুল থেকে শুরু হয়?
উত্তরঃ এম.ই. স্কুল, টুঙ্গিপাড়া

১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গ্লুকোমা রোগে আক্রান্ত হন কত সালে?
উত্তরঃ ১৯৩৬ সালে

১৮. বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন কত সালে?
উত্তরঃ ১৯৩৮ সালে

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় কোন হোস্টেলে থাকতেন?
উত্তরঃ বেকার হোস্টেল

২০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন কবে?
উত্তরঃ ১৯৩৯ সালে

২১. ‘যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না’ উক্তিটি কে করেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধীকে কী উপহার দেন?
উত্তরঃ কিছু দাঙ্গা হাঙ্গামার ছবি

২৩. বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হন?
উত্তরঃ আইন বিভাগে

২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সভাপতিত্ব করেন কোন ছাত্রসভায়?
উত্তরঃ আমতলার সাধারন ছাত্রসভায়

২৫. বঙ্গবন্ধু কোন শিল্পীর গানের ভক্ত ছিলেন?
উত্তরঃ আব্বাস উদ্দিন

২৬. বঙ্গবন্ধু ছাত্র রাজনীতি থেকে বিদায় নেন কত সালে?
উত্তরঃ ১৯৪৯ সালে

২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২৮. কার নির্দেশে ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৯. বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে মিয়ানমারকে কি নামে অভিহিত করেন?
উত্তরঃ ব্রক্ষদেশ

৩০. ‘আমি মন্ত্রিত চাই না’ যক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের পর কে এ কথা বলেছিল?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

৩১. শেখ মুজিবুর রহমান শেরে বাংলা একে ফজলুল হককে কি বলে সম্বোধন করতেন?
উত্তরঃ নানা

৩২. যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৩. অসমাপ্ত আত্মজীবনী গ্রস্থটি কোন বাক্য দিয়ে শেষ হয়?
উত্তরঃ তাতেই আমাদের হয়ে গেল।

Post a Comment

Previous Post Next Post