বিসিএস পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

1. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বোঝান হত…
উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে

2. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?
উত্তরঃ শশাঙ্ক

3. চীনা বৌদ্ধ পন্ডিত হিুউয়েন সাং ভারতে আসেন…
উত্তরঃ হর্ষবর্ধনের আমলে

4. নওগাঁ জেলার পাহাগপুড়ে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা…
উত্তরঃ রাজা ধর্মপাল

5. ‘কদম রসুল’ মসজিদের নির্মাতা…
উত্তরঃ নাসিরউদ্দিন নুসরত শাহ

6. সম্রাট জাহাঙ্গীর রচিত আত্মচরিত গ্রস্থের নাম…
উত্তরঃ তুজুক-ই-জাহাঙ্গীর

7. ‘কবুলিয়ত ও পাট্ট’ প্রথার প্রচলন করেন…
উত্তরঃ শেরশাহ

8. যে মুঘল সম্রাট বারো ভূইয়াদের দমন করেন
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান

9. ‘ইয়ংবেঙ্গল’ বলতে বুঝায়…
উত্তরঃ ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের

10. বঙ্গভঙ্গ রদ করা হয়…
উত্তরঃ 11 ডিসেম্বর 1911

11. লিয়াকত আলী খানের মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন…
উত্তরঃ খাজা নাজিমুদ্দীন

12.  পাকিস্তানের গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়…
উত্তরঃ ৭ মে 1954

13. ৩ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর উপস্থিতিতে ‘স্বাধীনতার ইশতেহার’ ঘোষণা করে…
উত্তরঃ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ

14. ‘মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স গঠিত হয়…
উত্তরঃ ৩ টি

১৫. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়…
উত্তরঃ পল্টন ময়দানে

16. মুজিবনগর দিবস পালিত হয়…
উত্তরঃ ১৭ এপ্রিল

17. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি…
উত্তরঃ তানভীর করিম

18. মুক্তিযুদ্ধের সময় 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার…
উত্তরঃ উইং কমান্ডার এম কে বাশার

19. মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম শত্রুযুক্ত হয় যে জেলা…
উত্তরঃ যশোর (৬ ডিসেম্বর ১৯৭১)

20. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশনের সদর দপ্তর অবস্থিত…
উত্তরঃ আগারগাও, ঢাকা

21.  বাংলাদেশের রাজধানী ‘ঢাকা’ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে…
উত্তরঃ ৫ (১) অনুচ্ছেদ

22. বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশনের বিষয়ে উল্লেখ আছে…
উত্তরঃ ১১৮-১২৬ অনুচ্ছেদে

23. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের যে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়…
উত্তরঃ পঞ্চম তফসিলে

24. যার উপর আদালতের কোনো এখতিয়ার নেই…
উত্তরঃ রাষ্ট্রপতি

25. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশী বীরপ্রতীকের নাম…
উত্তরঃ ডব্লিউ এ এস ওডারল্যান্ড

26. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর বাদক দলের নাম…
উত্তরঃ বিটলস

27. ‘মুক্তির গান’ চলচ্চিত্রটি পরিচালনা করেন…
উত্তরঃ তারেক মাসুদ

28. জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক…
উত্তরঃ সৈয়দ আলী আহসান

29. জাতীয় স্মুতিসৌধের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়…
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

30. জেল হত্যা দিবস পালিত হয়…
উত্তরঃ 3 নভেম্বর

31. আম গবেষণা কেন্দ্র অবস্থিত…
উত্তরঃ চাপাইনবাবগঞ্জ

32. বাংলাদেশের প্রথম বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়…
উত্তরঃ সিলেটের মালনীছড়ায়

33. সুন্দরবনের দক্ষিণে অবস্থিত ‘দুবলার চর’ বিখ্যাত…
উত্তরঃ মাছ ও শুটকির জন্য

34. মৎস প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত…
উত্তরঃ চাদপুরে

35. বাংলাদেশের যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুসলমান…
উত্তরঃ পাঙন

36. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য…
উত্তরঃ পি.জে. হার্টস

37. বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা…
উত্তরঃ ডা.মোহাম্মদ ইব্রাহিম

38. বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন গঠিত হয়…
উত্তরঃ 1972 সালে

39. যে উৎস হতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আসে…
উত্তরঃ মূল্য সংযোজন কর

40.  পিআরএসপি হচ্ছে…
উত্তরঃ দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র

41. বাংলাদেশে সিল্ক উৎপন্ন হয়…
উত্তরঃ রাজশাহীতে

42. যে ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে…
উত্তরঃ জনতা ব্যাংক লিমিটেড

43. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন…
উত্তরঃ এ.এন.হামিদ উল্লাহ্

44. বাংলাদেশ পুলিশ একাডেমী প্রতিষ্ঠিত হয়…
উত্তরঃ ১৯১২ সালে

45. উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়…
উত্তরঃ 7 নভেম্বর 1982 সালে


Post a Comment

Previous Post Next Post