পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর / Important questions and Answers about Padma Bridge

 

পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু

২. সেতুর ধরন কি?
উত্তরঃ দ্বিতলা (উপরে সড়ক এবং নিচে রেলপথ)

৩. প্রত্যক্ষভাবে জড়িত কোন স্থানগুলো?
উত্তরঃ মাওয়া, শিবচর ও জাজিরা

৪. দুইপ্রান্তের সংযোগ স্থানের নাম কি?
উত্তরঃ মাওয়া ও জাজিরা

৫. পদ্মা সেতুর নির্মাণ ব্যয় কত?
উত্তরঃ ৩০,১৯৩.৩৯ কোটি টাকা

৬. পদ্মা সেতুর অর্থায়ন করে কে?
উত্তরঃ বাংলাদেশ সরকার

৭. সমীক্ষা পরামর্শক কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ জাইকা (জাপান)

৮. নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া)

৯. নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)

১০. নদী শাসন প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)

১১. স্প্যান বসানোর জন্য ক্রেনবাহী কোন জাহাজটি আনা হয়?
উত্তরঃ তিয়ান-ই

১২. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কিলোমিটার (২০,১৭৭.১৭ ফুট)

১৩. পদ্মা সেতুর প্রস্ত কত?
উত্তরঃ ১৮.১০ মিটার (৫৯.৩৮ ফুট)

১৪. সংযোগ সড়কের (ভায়াডাক্ট) দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৯.৩০ কিলোমিটার

১৫. অ্যাপ্রোচ রোড কত?
উত্তরঃ ১২.১১৭ কিলোমিটার

১৬. শাসন করা নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৪ কিলোমিটার

১৭. নদীর পানি থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তরঃ ১৮ মিটার (প্রায়)

১৮. পদ্মা সেতুর লেন কতটি?
উত্তরঃ ৪টি

১৯. পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তরঃ ১০০ বছর

২০. রিখটার স্কেলে সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
উত্তরঃ ৯

২১. পদ্মা সেতুর স্প্যান কতটি?
উত্তরঃ ৪১টি

২২. পদ্মা সেতুর স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৫০ মিটার

২৩. পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
উত্তরঃ ৩,২০০ টন

২৪. পদ্মা সেতুর পিলার বা পিয়ার কতটি?
উত্তরঃ ৪২ টি

২৫. পদ্মা সেতুর পাইল কতটি?
উত্তরঃ ২৯৪টি

২৬. নির্মানের উপাদান কি কি?
উত্তরঃ কংক্রিট ও স্টিল

২৭. ডিজাইনার কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ AECOM (যুক্তরাষ্ট্র)

২৮. বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি?
উত্তরঃ পদ্মা সেতু

২৯. পদ্মা সেতু একনেকে অনুমোদন পায় কবে?
উত্তরঃ ২০ আগস্ট ২০০৭ সালে

৩০. পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তরঃ ০৭ ডিসেম্বর ২০১৪ সালে

৩১. মূল সেতুর কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১২ ‍ডিসেম্বর ২০১৫ সালে

৩২. পদ্মা সেতুর প্রথম স্প্যান স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে

৩৩. পদ্মা সেতুর শেষ স্প্যান স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০ সালে

৩৪. পদ্মা সেতুর প্রথম সড়ক স্লাব স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ১৯ মার্চ ২০১৯ সালে

৩৫. পদ্মা সেতুর সর্বশেষ সড়ক স্লাব স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ২৩ আগস্ট ২০২১ সালে

৩৬. পদ্মা সেতুর মূল সেতুর পিচ ঢালাই শুরু হয় কবে?
উত্তরঃ ১০ নভেম্বর ২০২১ সালে

      ৩৭. পদ্মা সেতুর প্রথম ল্যাম্প পোস্ট স্থাপন করা হয় কবে?
    উত্তরঃ ২৫ নভেম্বর ২০২১ সালে

পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিও

Post a Comment

Previous Post Next Post