নিয়োগ পরীক্ষা প্রস্তুতি দেশ-দেশান্তর ভারত / Recruitment test preparation country-emigration India

 

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি দেশ-দেশান্তর ভারত

১. ২৭ মার্চ – ২ মে ২০২১ অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী দল কোনটি?
উত্তরঃ তৃণমূল কংগ্রেস

২. ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতটি আসন লাভ করে?
উত্তরঃ ২১৫টি (বিজেপি পায় ৭৭টি)

৩. ৫ মে ২০২১ মমতা বন্দ্যোপাধ্যায় কত বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন?
উত্তরঃ ৩য় বার

৪. দ্বিকক্ষবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা সংক্রান্ত প্রস্তাব পাস হয় কবে?
উত্তরঃ ৬ জুলাই ২০২১

৫. মমতা বন্দ্যোপধ্যায় উপনির্বাচনে বিধানসভার সদস্য হন কোন আসন থেকে?
উত্তরঃ ভবানীপুর আসন থেকে

৬. ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি?
উত্তরঃ নুথলাপতি ভেংকট রামানা

৭. ভারতীয় বিমান বাহিনীর ১২তম এবং জম্ম-কাশ্মীরের প্রথম নারী ফাইটার পাইলটের নাম কি?
উত্তরঃ মাওয়া সুদান

৮. বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত সড়কটির অবস্থান কোথায়?
উত্তরঃ লাদাখের পূর্বাঞ্চল উমলিংলা পাসে

৯. ২৯ জুলাই ২০২১ সুন্দরবনসহ ভারতের কয়টি বনাঞ্চলকে বাঘ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়?
উত্তরঃ ১৪টি

১০. পৃথিবীতে মোট বাঘের কত অংশ ভারতে রয়েছে?
উত্তরঃ দুই-তৃতীয়াংশ

১১. ৮ সেপ্টেম্বর ২০২১ ভারতের ‘সংশোদিত নাগরিকত্ব আইন’ প্রত্যাহারের দাবি জানিয়ে কোন রাজ্যের বিধান সভায় আইন পাস হয়?
উত্তরঃ তামিলনাড়ু

১২. কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন কোন দেশের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন?
উত্তরঃ ভারত

১৩. KIO’র প্রধান দাবি কি?
উত্তরঃ স্বাধীন কামতাপুর রাষ্ট্র গঠন

১৪. অল পার্টিস হুররিয়াত কনফারেন্স কোন অঞ্চলের রাজনৈতিক সংগঠন?
উত্তরঃ ভারত শাসিত জম্মু-কাশ্মিরের

১৫. BSF কে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামে কত কিমি পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি করার ক্ষমতা দেওয় হয়?
উত্তরঃ ৫০ কিলোমিটার

১৬. ২৭ সেপ্টেম্বর ২০২১ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ‘ভারত বন্ধ’ এর নেতৃত্ব দেয় কোন সংগঠন?
উত্তরঃ কিষাণ মোর্চা

১৭. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন?
উত্তরঃ ১৯ নভেম্বর ২০২১

১৮. ভারতের অর্থনীতি কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল?
উত্তরঃ ১৫শতাংশ

১৯. ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নেয় কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ টাটা গ্রুপ

২০. টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ জামশেদজি টাটা (প্রতিষ্ঠা ১৮৬৮ সাল)

২১. ২৪ সেপ্টেম্বর ২০২১ ফ্রান্সের কোন প্রতিষ্ঠানের সাথে বিমান ক্রয়ের চক্তি করে ভারত?
উত্তরঃ এয়ারবাস

২২. এয়ারবাস থেকে কেনা ভারতের ‘সি-২৯৫’ বিমানগুলো কি কাজে ব্যবহৃত হবে?
উত্তরঃ পরিবহনের কাজে

২৩. বর্তমানে পরিবহনের কাজে ব্যবহৃত ভারতের বিমানগুলোর নাম কি?
উত্তরঃ অ্যাভরো-৭৪৮

২৪. ব্রিটিশ ভরতের স্বাধীনতাকামীদের বন্দি রাখার জন্য নির্মিত আলিপুর কেন্দ্রীয় কারাগার বন্ধ ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ২ নভেম্বর ২০২১

Recruitment test preparation country-emigration India Video

Post a Comment

Previous Post Next Post