সরকারি নিয়োগ পরীক্ষা প্রস্তুতির বিশেষ আয়োজন বাংলা/ Special Arrangements for Preparation of Government Recruitment Examination in Bengali


 ১. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ মুমূর্ষু

২. শশব্যস্ত কোন সমাস?
উত্তরঃ কর্মধারয়

৩. দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ দিব+লোক

৪. কোন শব্দটিকে খাঁটি বাংলা ‍উপসর্গে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ অজানা

৫. মৃন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মৃৎ+ময়

৬. অক্ষিক সমীপের সংক্ষেপে কি হবে?
উত্তরঃ সমক্ষ

৭. শব্দ ও ধাতুর মূলকে কি বলে?
উত্তরঃ প্রকৃতি

৮. কষ্টে লাভ হয় যা এক কথায় প্রকাশ?
উত্তরঃ দুর্লভ

৯. পথ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সরণি

১০. উগ্র শব্দের বিপরীতার্থক কোনটি?
উত্তরঃ সৌম্য

১১. নীল লোহিত কার ছদ্মনাম?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

১২. গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ গৈ+অক

১৩. তাসের ঘর অর্থ কী?
উত্তরঃ ক্ষণস্থায়ী

১৪. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
উত্তরঃ ১০টি

১৫. সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ প্রত্যয়

১৬. ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ষট+দশ

১৭. গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ গো+এষণা

১৮. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
উত্তরঃ পর+পর=পরস্পর

১৯. কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক?
উত্তরঃ অধিকরণ কারক

২০. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ দধীচি

২১. ওয়া কদম আলী নাটকটি কে লিখেছেন?
উত্তরঃ মামুনুর রশীদ

২২. রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ মুনীর চৌধুরী

২৩. সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে। বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
উত্তরঃ বিশেষ্য

২৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ গৃহিণী

২৫. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ মরীচিকা

২৬. কোনটি সঠিক বানান?
উত্তরঃ অভ্যন্তরীণ

২৭. বিদিত শব্দেটির বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ অজ্ঞাত

২৮. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম্ +বিধান

২৯. বুলবুলিতে ধান খেয়েছে এ বাক্যের বুলবুলিতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্তৃকারকে ৭মী

৩০. নীরস এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ নিঃ+রস

৩১. আলোয় আঁধার কাটে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণে ৭মী

৩২. সুবচন নির্বাসনে নাটকটি কে লিখেছেন?
উত্তরঃ আব্দুল্লাহ আল মামুন

৩৩. সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪. তিনি ব্যাকরণে পন্ডিত বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী

৩৫. মনীষী এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ মনস+ঈষা

Post a Comment

Previous Post Next Post