Recent General Knowledge Bangladesh/ সাম্প্রতিক সাধারন জ্ঞান বাংলাদেশ


 ১. গঠিত ‘রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি’র সভাপতি কে? উত্তরঃ প্রধানমন্ত্রী

২. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সুরক্ষায় সাতটি শব্দকোষ প্রকাশ করেছে কে?

উত্তরঃ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ


৩. ক্ষুদ্র জাতিগোষ্ঠী ত্রিপুরাদের ভাষা কি?

উত্তরঃ ককবরক


৪. লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র কে?

উত্তরঃ লুৎফুর রহমান


৫. রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটির নাম কি?

উত্তরঃ থিঙ্কিং অব হিম


৬. ঘূর্ণিঝড় ‘অশনি’ শব্দের অর্থ কি?

উত্তরঃ বজ্র


৭. শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি নির্মিত হবে কোন জেলায়?
উত্তরঃ জামালপুর


৮. পৌরসভার ‘সচিব’ পদের প্রতিস্থাপিত নাম কি?

উত্তরঃ পৌর নির্বাহী কর্মকর্তা


৯. আবদুল গাফ্ফার চৌধুরী মৃত্যুবরণ করেন কবে?

উত্তরঃ ১৯ মে ২০২২


১০. অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত মোট কতটি বাজেট উপস্থাপন করেছেন?
উত্তরঃ ১২টি


১১. বর্তমানে দেশের একমাত্র লাভজনক চিনিকলের নাম কি?

উত্তরঃ কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড


১২. সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনের নাম কি?

উত্তরঃ সায়মা ওয়াজেদ পুতুল


১৩. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচাযের নাম কি?

উত্তরঃ এ কে এম জাকির হোসেন


১৪. ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয় কবে?

উত্তরঃ ১৭ এপ্রিল


১৫. মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটির নির্মাতার নাম কি?

উত্তরঃ ফাখরুল আরেফীন খান


১৬. প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবসটি উদযাপিত হয় কবে?

উত্তরঃ ১৭ মে


১৭. সর্বশেষ অনুমোদিত সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি?

উত্তরঃ মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর


১৮. আইসিসি ‘মোষ্ট ভ্যালুয়েবল ইলেভেন’ এ স্থান পাওয়া বাংলাদেশি নারী ক্রিকেটারের নাম কি?

উত্তরঃ সালমা খাতুন


১৯. সম্রাট অশোক প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার অবস্থিত কোথায়?
উত্তরঃ রামু উপজেলা, কক্সবাজার


২০. ২০২০ সালের খেলোয়াড় ও সংগঠক হিসেবে (মরণোত্তর) ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ পেয়েছেন কে?

উত্তরঃ শহীদ লে. শেখ জামাল


২১. ‘হে সন্তপ্ত সময়’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তরঃ আনোয়ারা সৈয়দ হক


২২. প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে পাচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কে?

উত্তরঃ মুশফিকুর রহিম


২৩. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?

উত্তরঃ বরেন্দ্র জাদুঘর


২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?

উত্তরঃ আবদুল গাফ্ফার চৌধুরী


২৫. করোণা সামলে ওঠার সূচকে দক্ষিণে এশিয়ার শীর্ষ দেশের নাম কি?

উত্তরঃ বাংলাদেশ


Post a Comment

Previous Post Next Post