বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা (আদমশুমারি ২০২১) ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর/ Bangladesh Census and Household Census (Census 2021) 2022 Important Questions and Answers

 


১. বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে ২০২২ সালে কততম জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ষষ্ঠ

২. আদমশুমারি ২০২১ কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ডিজিটাল

৩. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালে কত দিন ব্যাপী আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উত্তরঃ এক সপ্তাহব্যাপী

৪. আদমশুমারি ২০২১ কোন তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫ থেকে ২১ জুন ২০২২

৫. বন্যা থাকায় কোন কোন জেলায় ২৮ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল?
উত্তরঃ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায়

৬. ২০২১ আদমশুমারিতে সংগৃহীত তথ্যের মানদণ্ড হিসেবে কোন তারিখটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ১৫ জুন ২০২২

৭. ২০২২ সালের (আদমশুমারি ২০২১) পূর্বে কোন সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২০১১ সালে

৮. কত বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উত্তরঃ দশ বছর

৯. কি কারণে ২০২১ সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়নি?
উত্তরঃ কোভিড-১৯ এর কারণে

১০. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক ফলাফল কবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ২৭ জুলাই ২০২২

১১. আদমশুমারি ২০২১ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কতজন?
উত্তরঃ ১৬,৫১,৫৮,৬১৬ জন

১২. আদমশুমারি ২০২১ অনুযায়ী মোট পুরুষের সংখ্যা কতজন?
উত্তরঃ ৮,১৭,১২,৮২৪ জন

১৩. আদমশুমারি ২০২১ অনুযায়ী মহিলার সংখ্যা কতজন?
উত্তরঃ ৮,৩৩,৪৭,২০৬ জন

১৪. আদমশুমারি ২০২১ অনুযায়ী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বা হিজড়ার সংখ্যা কতজন?
উত্তরঃ ১২,৬২৯ জন।

১৫. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর কোন কোন সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে

১৬. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা কত ছিল?
উত্তরঃ প্রায় ১৪ কোটি ৪০ লাখ (নথিবদ্ধ)

১৭. বাংলাদেশের ২০২২ সালের আদমশুমারির জন্য কতজন গণনাকারী নিয়োগ দেয়া হয়?
উত্তরঃ ৩,৭০,০০০ গণনাকারী

১৮. প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশে সর্বমোট বাসগৃহের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩,৫৯,৯০,৯৫১ টি

১৯. ২০২১ আদমশুমারি অনুযায়ী পল্লী এলাকায় বাসগৃহ সংখ্যা কতটি?
উত্তরঃ ২,৭৮,১১,৬৬৭টি

২০. ২০২১ আদমশুমারি অনুযায়ী শহর এলাকায় বাসগৃহ সংখ্যা কতটি?
উত্তরঃ ৮১,৭৯,২৮৪টি

২১. প্রতিবেদন অনুযায়ী সর্বাধিক বাসগৃহের সংখ্যা কোন বিভাগে?
উত্তরঃ ঢাকা বিভাগে (৮১,১৯,২০৫ টি)

২২. প্রতিবেদন অনুযায়ী সর্বনিম্ন বাসগৃহের সংখ্যা কোন বিভাগে?
উত্তরঃ সিলেট বিভাগে (১৮,৮৫,০১৭ টি)

২৩. আদমশুমারি ২০২১ অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা কোন বিভাগে ও কতজন?
উত্তরঃ ঢাকা বিভাগে ৪,৪২,১৫,১০৭ জন

২৪. আদমশুমারি ২০২১ অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন বিভাগে ও কতজন?
উত্তরঃ বরিশাল বিভাগে ৯১,০০,১০২ জন

২৫. জনশুমারির প্রাথমিক প্রতিবেদন অনুয়ায়ী সর্বোচ্চ জনসংখ্যা কোন সিটি কর্পোরেশনে?
উত্তরঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৯,৭৯,৫৩৭ জন

২৬. জনশুমারির প্রাথমিক প্রতিবেদন অনুয়ায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন সিটি কর্পোরেশনে?
উত্তরঃ বরিশাল সিটি কর্পোরেশনে ৪,১৯,৩৫১ জন।

২৭. আদমশুমারি ২০২১ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ, এতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে?
উত্তরঃ ৩৯,৩৫৩ জন

২৮. আদমশুমারি ২০২১ অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ, এতে প্রতি বর্গকিলোমিটারে কতজন বাস করে?
উত্তরঃ ৩,৪৪৪ জন

২৯. ২০২২ সালে মহিলার বিপরীতে পুরুষের সংখ্যার অনুপাত কত?
উত্তরঃ ১০০ : ৯৮ জন

৩০. আদমশুমারি ২০২১ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে বেশি?
উত্তরঃ ঢাকা বিভাগে (১.৭৪%) 

৩১. আদমশুমারি ২০২১ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন বিভাগে?
উত্তরঃ বরিশাল বিভাগে (০.৭৯%)

৩২. প্রতিবেদন অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত জন?
উত্তরঃ ১,১১৯ জন

৩৪. জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোন বিভাগে?
উত্তরঃ ঢাকা বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে ২,১৫৬ জন

৩৫. জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন বিভাগে?
উত্তরঃ বরিশাল বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে ৬৮৮ জন

৩৬. জনশুমারি ও গৃহগণনা ২০২১ অনুযায়ী দেশের মোট জনসংখ্যার শতকরা কতজন কোন ধর্মের অনুসারী?
উত্তরঃ ৯১.০৪% মুসলমান, ৭.৯৫% হিন্দু, ০.৬১% বৌদ্ধ, ০.৩০% খ্রিষ্টান এবং ০.১২% অন্যান্য ধর্মের

৩৭. ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা মোট জনসংখ্যার শতকরা কত?
উত্তরঃ ১%

৩৮. ২০২২ সালে বাংলাদেশে মোট (পুরুষ ও মহিলা) সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) শতকরা কত?
উত্তরঃ ৭৪.৬৬%

৩৯. ২০২২ সালে বাংলাদেশে মোট সাক্ষরতার সর্বোচ্চ হার কোন বিভাগে?
উত্তরঃ ঢাকা বিভাগে ৭৮.০৯%

৪০. ২০২২ সালে বাংলাদেশে মোট সাক্ষরতার সর্বনিম্ন হার কোন বিভাগে?
উত্তরঃ ময়মনসিংহ বিভাগে ৬৭.০৯%

৪১. বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৩৪%

Post a Comment

Previous Post Next Post