এক নজরে বিশ্বের প্রধান প্রধান সমুদ্র বন্দরসমূহ/ Know about Major Seaports of the World

 


সাংহাই বন্দর (Shanghai Port)

বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দর ধরা হয় চীনের এই সমুদ্রবন্দরকে। ২০০৫ সালে ইয়াংশানে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠিত হলে এই বন্দরের গুরুত্ব আরও বেড়ে যায়।

 

This seaport of China is considered to be the busiest port in the world today. In 2005, the establishment of a deep sea port at Yangshan increased the importance of the port.

 

জেব্বাল আলী বন্দর (Jebbal Ali Port)

সংযুক্ত আরব আমিরাতের এই বন্দর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং ব্যস্ততম সমুদ্রবন্দর। ১৯৭৯ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথ এটির উদ্বোধন করেন। এই বন্দরের গভীরতার কারণে যুক্তরাষ্ট্রের নৌবহরের জাহাজগুলো এখানে সবচেয়ে বেশি আসে।

 

This port in the United Arab Emirates is the largest and busiest seaport in the Middle East. It was inaugurated by Queen Elizabeth II in 1979. Due to the depth of this port, the ships of the US fleet come here the most.

সিঙ্গাপুর বন্দর (Port of Singapore)

সাংহাইয়ের পর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বন্দর সিঙ্গাপুর বন্দর। ১৮১৯ সালে স্থাপিত হাওয়া এই বন্দর দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল অংশের বাণিজ্য সম্পাদিত হয়।

 

The Port of Singapore is the second busiest port in the world after Shanghai. Established in 1819, Hawa carried the trade of a large part of Southeast Asia through this port.

রটারডাম বন্দর (Port of Rotterdam)

নেদারল্যান্ডসের এই সমুদ্রবন্দর ইউরোপের সবচেয়ে বড় বন্দর। চতুর্দশ শতাব্দীতে চালু হওয়া এই বন্দরের আয়তন ১০৫ বর্গকিলোমিটার।

 

This seaport in the Netherlands is the largest port in Europe. The area of ​​this port, which was opened in the 14th century, is 105 square kilometers.

হাম্বানটোটা বন্দর (Hambantota Port)

শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম এই বন্দর বর্তমানে চীনের দখলে। শ্রীলঙ্কা সরকার চীন থেকে নেওয়া ঋন সময়মতো পরিশোধ করতে না পারায় ২০১৭ সালে চীন এই বন্দর ৯৯ বছরের জন্য ইজারা নেয়।

 

The second largest port in Sri Lanka is currently occupied by China. China leased the port for 99 years in 2017 after the Sri Lankan government could not repay the loan from China on time.

জেদ্দা বন্দর (Jeddah Port)

সৌদি আরবের সবচেয়ে বড় এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর এটি। লোহিত সাগরের পাশে অবস্থিত এই বন্দরের মাধ্যম সৌদি আরবের ৬৫ শতাংতা আমদানি সম্পন্ন হয়।

 

It is the largest port in Saudi Arabia and the second largest and busiest in the Middle East. Located next to the Red Sea, 65 percent of Saudi Arabia's imports are done through this port.

 

চাবাহার বন্দর (Chabahar Port)

ওমান উপসাগরের পাশে অবস্থিত ইরানের এই বন্দর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বন্দর। ২০০৩ সালে ইরান ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়, যার মাধ্যমে ভারত এই বন্দরের উন্নয়নের জন্য বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। পরবর্তী সময়ে এই বন্দর নিয়ে ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি চুক্তি হয়। এর মধ্য দিয়ে ভারত ও আফগানিস্তানের বাণিজ্যের পথ সুগম হবে এবং ভারতের পক্ষে সহজে মধ্য এশিয়ার বাণিজ্য করা সম্ভব হয়।

 

Located next to the Gulf of Oman, this port of Iran is a politically important port. An agreement was signed between Iran and India in 2003, whereby India committed to invest in the development of the port. Later, an agreement was signed between India, Iran and Afghanistan regarding this port. Through this, the trade route between India and Afghanistan will be smooth and it will be possible for India to trade easily in Central Asia.

গদর বন্দর (Gadar Port)

আরব উপসাগরের তীরে অবস্থিত এই বন্দর একটি গভীর সমুদ্রবন্দর। পাকিস্তানের বন্দর হলেও এই বন্দর নির্মাণে সহযোগিতা করছে চীন। এতে চীনের জন্য মধ্যপ্রাচ্যের যোগাযোগ স্থাপন আরও সহজ হয়। মূলত চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নে আরও এগিয়ে যায়।

 

Located on the shores of the Arabian Gulf, this port is a deep sea port. Although it is a Pakistani port, China is cooperating in the construction of this port. This will make it easier for China to establish contacts with the Middle East. Mainly through China, their One Belt One Road project will go further.

মোম্বাসা বন্দর (Port of Mombasa)

কেনিয়ার এই সমুদ্রবন্দর ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এই বন্দর পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় বন্দর। দাসপ্রথা চলাকালীন এই বন্দর দিয়েই পূর্ব আফ্রিকা থেকে দাসদের নিয়ে যাওয়া হতো।

 

This seaport in Kenya is very important historically. This port is the largest port in East Africa. During slavery, slaves were transported from East Africa through this port.

 

পোর্ট সাইদ (Port Said)

মিসরের এই বন্দর আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর শহর। সুয়েজ খালের সর্ব উত্তরের এই বন্দর থেকেই সুয়েজ খালের শুরু। ১৮৫৯ সালে সুয়েজ খাল নির্মাণের সময় এই বন্দর শহরে প্রতিষ্ঠা হয়।

 

This port of Egypt is an internationally important port city. Suez Canal starts from this northernmost port of Suez Canal. The port city was founded in 1859 during the construction of the Suez Canal.

হাইফা বন্দর (Port of Haifa)

ইসরায়েলের এই বন্দর প্রাচীনকাল থেকেই নাবিকদের জন্য এক আশ্রয়স্থল ছিল। ১১০০ সালে এুসেডাররা হাইফা দখল করে নিলে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হয়ে ওঠে। পরবর্তী সময়ে বন্দরটি বন্ধ হয়ে গেলেও ১৯৩৩ সালে এটি আবার চালু করা হয় এবং বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় সমুদ্রবন্দর এবং নৌঘাঁটি।

 

This port of Israel has been a haven for sailors since ancient times. Haifa became an important port when the Ussedars captured it in 1100. The port was later closed but reopened in 1933 and is now Israel's largest seaport and naval base.

কালিনিনগ্রাদ বন্দর (Kaliningrad Port)

কালিনিনগ্রাদ সমুদ্রবন্দরটি রাশিয়ার একমাত্র বরফবিহীন সমুদ্রবন্দর। রাশিয়ার সব সমুদ্রবন্দর শীতকালে সম্পূর্ণ বরফাচ্ছাদিত থাকে, সে জন্য বাল্টিক সাগরের তীরের কালিনিনগ্রাদ বন্দরটি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

Kaliningrad seaport is the only ice-free seaport in Russia. All Russian seaports are completely covered with ice in winter, so the port of Kaliningrad on the Baltic Sea is very important for Russia.

ওডেসা বন্দর (Port of Odessa)

ওডেসা ইউক্রেনের দক্ষিণে অবস্থিত কৃষ্ণসাগরের তীরে একটি বন্দর শহর। ওডেসা ইউক্রেনের জন্য সামরিক ও অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নিলে ইউক্রেন সেভাস্তোপলে তাদের নৌঘাঁটি হারায়। এরপর তারা তাদের সদর দপ্তর এই ওডেসাতে স্থানান্তর করে। রাশিয়া যদি ওডেসা দখল করে নেয়। সেভাস্তোপোল ১৭৮৩ সালে প্রতিষ্ঠিত সেভাস্তোপোল শহরটি এর কৌশলগত অবস্থানের কারণে, ইতিহাসজুড়ে একটি গুরুত্বপূর্ণ বন্দর ও নৌঘাঁটি ছিল। ক্রিমিয়ার বৃহত্তম এই শহরে বন্দর প্রতিষ্ঠা করা হয় নৌঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিলে সেভাস্তোপোলকেও তাদের দখলে নিয়ে নেয়। রাশিয়ার দখলের আগে সেভাস্তোপোলে ইউক্রেনেরনৌবাহিনীর ঘাঁটি ছিল, যা পরে ওডেসাতে স্থানান্তর করা হয়।

 

Odessa is a port city on the Black Sea in southern Ukraine. Odessa is very important for Ukraine militarily and economically. Ukraine lost its naval base in Sevastopol when Russia annexed Crimea in 2014. They then moved their headquarters to Odessa. If Russia captures Odessa. Sevastopol Founded in 1783, the city of Sevastopol has been an important port and naval base throughout history, due to its strategic location. The port of this city, the largest in Crimea, was established to serve as a naval base. When Russia annexed Crimea in 2014, it also annexed Sevastopol. Before the Russian occupation, Ukraine had a naval base in Sevastopol, which was later moved to Odessa.

চট্টগ্রাম বন্দর (Chittagong Port)

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চালু হয় ১৮৮৭। এটি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ৯ ধারা মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড কতৃর্ক একটি শুল্ক বন্দর হিসাবে ঘোষিত। এটি বাংলাদেশের আমদানী ও রপ্তানীর জন্য একটি সরকারী রুট।

Chittagong (Chattogram) port is the main sea port of Bangladesh. It is located at the mouth of Karnaphuli river. Chittagong Port Authority (CPA) was established in 1887. It is declared as a customs port by the National Board of Revenue under Section 9 of the Customs Act 1969. It is an official route for imports and exports of Bangladesh.

 

Post a Comment

Previous Post Next Post