বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি/ Buro Bangladesh Job Circular


 বু‌রো বাংলা‌দেশ এর “সহকারী কর্মসূচি সংগঠক (গ্রেড-১৫)” পদে আবেদন করার জন্য একটি CV বা জীবন বৃত্তান্ত তৈরি করতে হবে, যেখানে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত পূরণ করা হয়েছে।

পদঃ সহকারী কর্মসূচি সংগঠক (গ্রেড‑১৫) 

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রী 

শিক্ষার ফলাফলঃ 
  
• সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা তার উপরে
• তবে এক পরীক্ষায় তৃতীয় শ্রেণিও গ্রহণযোগ্য
• গ্রেড পদ্ধতিতে:
 ‑ ৪.০০ স্কেলে কমপক্ষে ২.০০
 ‑ ৫.০০ স্কেলে কমপক্ষে ২.৫০
 (চাহিদার ক্ষেত্রে যে কোনো একটি গ্রেড সিস্টেমে ১.০০ গ্রেড/মান গ্রহণযোগ্য) 

অভিজ্ঞতাঃ অনিবার্য নয় 

বেতন ও ভাতাঃ শিক্ষানবীশকালঃ ৩০,০০০ টাকা; স্থায়ীকরণের পর: ৩৫,০৭৫ টাকা (অন্যান্য ভাতাসহ) 

বয়সসীমা সর্বোচ্চঃ ৩৫ বছর (আবেদনের শেষ তারিখ পর্যন্ত) 

অন্যান্য শর্তাবলীঃ
জীবনের বিবরণীতে সচল মোবাইল নম্বর থাকতে হবে।
আগে বুরো বাংলাদেশ-এ কোনো পদে কাজ করলে আবেদন করতে পারবে না।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনও TA/DA দেওয়া হবে না।
পরীক্ষায় উত্তীর্ণ হলে সংস্থার নিয়ম অনুযায়ী ‘Foundation Training’ করতে হবে, কিছু প্রশিক্ষণ খরচ প্রদান করা হবে (অফেরতযোগ্য), এবং স্থায়ীকরণে উত্তীর্ণ হলে জামানত ও জামিনদারের ব্যবস্থা করতে হবে।
পরীক্ষায় জীবনী, শিক্ষাগত সনদ ও তথ্য যাচাই করা হবে; যদি তথ্য ত্রুটিপূর্ণ হয়, নিয়োগ বাতিল হবে। 
অস্থায়ী নিয়ম    নিয়োগের প্রথম ৩ মাস শিক্ষানবীশকাল হিসেবে; শেখার ঘাটতি থাকলে আরও ৩ মাস সময় দেওয়া হতে পারে; স্থায়ীকরণ পরীক্ষা দিয়ে সফল হলে স্থায়ীকরণ হবে; অকৃতকার্য হলে চাকরি শেষ হবে। 

সুবিধাসমূহঃ উৎসব‑ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল, লাঞ্চ ভাতা ও সংস্থার অন্যান্য সুবিধাদি; পুরুষ/মহিলাদের জন্য আবাসিক ব্যবস্থা ইত্যাদি। 

আবেদনের শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের নিম্নের লিংক (https://www.burobd.org/career) এর মাধ্যমে আবেদন করতে হবে। 

Post a Comment

Previous Post Next Post