এসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (AID-Cumilla) জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

 

এসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (এইড-কুমিল্লা) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সমাজসেবা অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) এর অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান। সংস্থাটি পিকেএসএফ (PKSF)-এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

উক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সম্প্রসারণ ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে —


ক্র. নংপদের নামপদের সংখ্যাবয়সসীমাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতামাসিক বেতন
০১সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
কর্মস্থল: সংস্থার সদর দপ্তর, কুমিল্লা
০৩ জনসর্বোচ্চ ৪৫ বছরস্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একই সাথে MRA অনুমোদিত প্রতিষ্ঠানে এবং PKSF সহযোগী সংস্থায় সহকারী পরিচালক/উপ-পরিচালক পদে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। PKSF সহযোগী সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।৬০,০০০/- থেকে ৬২,000/- টাকা

 দায়িত্ব ও কর্তব্য
এইড-কুমিল্লার নীতিমালা অনুযায়ী ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা।
বার্ষিক ও ত্রৈমাসিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকি।
শাখা পর্যায়ের কার্যক্রম তদারকি ও কর্মীদের দক্ষতা উন্নয়ন।
ঋণ বিতরণ, আদায় ও পুনরুদ্ধার সঠিকভাবে সম্পন্ন হচ্ছে তা নিশ্চিত করা।
আর্থিক ও প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুত ও কর্তৃপক্ষকে উপস্থাপন।
PKSF ও সরকারি-বেসরকারি অংশীদারদের সাথে যোগাযোগ ও সমন্বয় রক্ষা।
মনিটরিং ও মূল্যায়ন টিমের সাথে সমন্বয় করে প্রোগ্রামের গুণগত মান নিশ্চিত করা।
প্রোগ্রাম সম্প্রসারণ ও উন্নয়ন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা।
নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি যাচাই।


অতিরিক্ত যোগ্যতা
ইংরেজি ভাষায় দক্ষতা
কম্পিউটার চালনায় অভিজ্ঞতা
সফটওয়্যার ব্যবহারে দক্ষতা


সুযোগ-সুবিধা
সংস্থা কর্তৃক বিনামূল্যে দুপুরের খাবার ও একক আবাসন ব্যবস্থা
যাতায়াত ভাতা ও মোবাইল বিল
২টি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা
৩ মাস শিক্ষানবিশ কাল শেষে পিএফ (Provident Fund) ও গ্র্যাচুইটির সুবিধা কার্যকর হবে


আবেদনের নিয়মাবলি

আগ্রহী প্রার্থীগণ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন:

প্রাপক:
নির্বাহী পরিচালক
এসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (এইড-কুমিল্লা)
গ্রাম: রঘুপুর, ইউনিয়ন: জগন্নাথপুর,
পোস্ট: রাজাপাড়া, উপজেলা: আদর্শ সদর, জেলা: কুমিল্লা

আবেদন করার নিয়ম:
খামের উপরে স্পষ্টভাবে “সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)” লিখতে হবে।
আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে:
       সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
       সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি
আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি অফিসে জমা দেওয়া যাবে।
আবেদনপত্রে সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৮ নভেম্বর ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত)

নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত তথ্য মোবাইলের মাধ্যমে জানানো হবে।
সাক্ষাৎকার বা লিখিত পরীক্ষার সময় সকল মূল সনদপত্রসহ উপস্থিত থাকতে হবে।
সাক্ষাৎকার/লিখিত পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

Post a Comment

Previous Post Next Post