চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ চাকরির বিজ্ঞপ্তি (Chittagong Dairy Food Industries Job Circular)


 পদের নামঃ ট্রেইনি মার্কেটিং অফিসার

পদ সংখ্যাঃ ৫০ টি

আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর, ২০২৫

চাকরির বিবরণঃ
চাকরির ধরন: ফুল টাইম
কাজের স্থান: চিটাগং, ঢাকা, সিলেট (অফিসে কাজ)

মূল দায়িত্বসমূহঃ
ডাক্তার, ফার্মাসিস্ট এবং অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের সাথে সম্পর্ক তৈরি ও যোগাযোগ রক্ষা করা।
বাজার সম্পর্কে গবেষণা করা এবং প্রতিযোগীদের কার্যক্রম বিশ্লেষণ করা।
সেলস টিমের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় রিপোর্ট তৈরি ও জমা দেওয়া।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে বিজ্ঞান, মার্কেটিং অথবা ব্যবসায় শিক্ষা থেকে পাশ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২১ থেকে ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
ভালো যোগাযোগ এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে।
স্বপ্রণোদিত হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধাঃ

বেতন: প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ হলে আকর্ষণীয় বেতনে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
প্রশিক্ষণকাল: ১ মাস (কর্মক্ষমতার উপর ভিত্তি করে স্থায়ী করা হবে)।

আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীরা তাদের সিভি (CV) নিম্নলিখিত ইমেইল ঠিকানায় পাঠাতে পারেন অথবা সরাসরি অফিসের ঠিকানায় জমা দিতে পারেন।
ইমেইল: kanakshilcdfi@gmail.com
অফিসের ঠিকানা: চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ, বাড়ি নং-৩১৮, রোড নং-১৫, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম।

যোগাযোগ: ০১৬১৫৬২৭৭৩৫

বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

## বাংলা কভার লেটার (আবেদন পত্র) ফরমেট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

Post a Comment

Previous Post Next Post