বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) নিয়োগ বিজ্ঞপ্তি

 


পদ: প্রধান কর্মকর্তা
নিয়োগ ধরণ: চুক্তিভিত্তিক
আবেদন শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত


যোগ্যতা ও অভিজ্ঞতা:

অভিজ্ঞতা:

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার নিম্নের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে:
(ক) সরকারি অর্থ বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যক্রমে ৫ বছর অভিজ্ঞতাসহ প্রশাসনিক কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা;
(খ) কেন্দ্রীয় ব্যাংকে ২০ বছরের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি।

অযোগ্যতার কারণসমূহ:

নৈতিক স্খলন বা অপরাধে দণ্ডিত হওয়া;
দেউলিয়া ঘোষিত হওয়া;
ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ খেলাপি হওয়া;
শারীরিক বা মানসিকভাবে অক্ষমতা;
বিভাগীয় মামলায় গুরুদণ্ডপ্রাপ্ত হওয়া।

অন্য শর্তাবলি:

কর্মাবসানের পর ১ বছর লাভজনক সংস্থায় চাকরি করা যাবে না।
যোগাযোগ, উপস্থাপনা ও নেগোসিয়েশন দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর (২০ অক্টোবর ২০২৫ তারিখে)।


বেতন ও সুবিধা:

সরকার নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
চুক্তির মেয়াদ পর্যালোচনার ভিত্তিতে নবায়নযোগ্য


আবেদনের নিয়মাবলি:

প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্র (সাদা কাগজে লিখিত)
জীবনবৃত্তান্ত (CV)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
যোগাযোগের বিস্তারিত তথ্য

আবেদন পাঠানোর ঠিকানা:
পরিচালক (বিএফআইইউ)
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়
দ্বিতীয় সংলগ্নী ভবন, ১২ তলা, মতিঝিল, ঢাকা-১০০০

ইমেইল: mostakur.rahman@bb.org.bd (ফাইল সাইজ সর্বোচ্চ ১০ এমবি) 


বিশেষ দ্রষ্টব্য:
বাছাই কমিটি কোনো কারণ না দেখিয়েই আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা রাখে।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

Post a Comment

Previous Post Next Post