ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি স্বার্থ রক্ষার্থে ধর্ম বিষয়ক মন্ত্রণায়ের পক্ষে ও বিপক্ষে দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে তালিকাভুক্ত ০১ (এক) জন বিজ্ঞ আইনজীবী (অস্থায়ী) নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/ স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বয়স ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত দিতে হবে।

আবেদনের সঙ্গে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনকারীর বয়স ০১ জানুয়ারী ২০২১ তারিখে ৫৫ বছরের মধ্যে হতে হাবে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিলের সনদপত্র,  শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং হাইকোর্ট বিভাগ ও আপিল

বিভাগের তালিকাভুক্তির সনদপত্রসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

বাংলাদেশ হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় কমপক্ষে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারী আইনজীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে।

আবেদনকারী অন্য কোন সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে।

নিযুক্ত আইনজীবীকে সরকার কর্তৃক নির্ধারিত হারে ও নির্ধারিত বিধি বিধান মোতাবেক ফি প্রদান করা হাবে।

উক্ত নিয়োগের মেয়াদ হবে এক বছর। তবে কতৃপক্ষের সন্তুষ্টিসহকারে যা নবায়নযোগ্য।

আবেদনপত্র আগামী ২৩ মার্চ ২০২১ তারিখ বিকাল ৫ টার মধ্যে অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার বরাবর পৌঁছাতে হবে।

কতৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন বা সকল আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
আইনজীবী নিয়োগের ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

Ministry of Religious Affairs Job Circular/ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post