১. শেষের কবিতা কি ধরনের গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস
২. ’কপর্দকহীন’ অর্থ কি?
উত্তরঃ নিঃস্ব
৩. ‘ভূত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ভবিষ্যৎ
৪. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৫. ‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ প্রত্যয়
৬. কোন বানানটি সঠিক?
উত্তরঃ অতিথি
৭. ‘ত্রিফলা’ কোন সমাস?
উত্তরঃ দ্বিগু
৮. ‘গাছ থেকে ফল পড়ে’ কোন কারক?
উত্তরঃ অপাদান
৯. ‘জানিবার ইচ্ছা’ এক কথায়?
উত্তরঃ জিজ্ঞাসা
১০. ‘পাইবার ইচ্ছা’ এক কথায় কি?
উত্তরঃ লিপ্সা
১১. ‘সুলোচন’ শব্দের অর্থ কি?
উত্তরঃ যার চোখ সুন্দর
১২. ‘সারমেয়’ শব্দের অর্থ কি?
উত্তরঃ কুকুর
১৩. ‘ধুমকেতু’ কার ছদ্মনাম?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
১৪. বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কি?
উত্তরঃ জনশ্রুতি
১৬. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মযাদা পায় কোন সালে?
উত্তরঃ ২০০০
১৭. বঙ্গবন্ধু সরকার কত বিঘা পযন্ত জমির খাজনা মওকুফ বরেছিলেন?
উত্তরঃ ২৫ বিঘা
১৮. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তরঃ নেকড়ে অরণ্য
১৯. একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করা হলে বৃত্তটির ক্ষেত্রফল
কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তরঃ ৪ গুণ
২০. The synonym of the word ‘Abhor’ is…
উত্তরঃ hate

Post a Comment