পদবী: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ৫টি
কর্মস্থল: নড়িয়া, শরীয়তপুর
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
📋 দায়িত্বসমূহ
৫–৭টি শাখা অফিসের সঞ্চয় ও ঋণ কার্যক্রম তদারকি
কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন
শাখার উৎপাদনশীলতা বিশ্লেষণ ও টার্গেট নির্ধারণ
পাশবই যাচাই ও লেজার মিলানো (৬ মাস অন্তর)
সাপ্তাহিক শাখা পরিদর্শন
কর্মপরিকল্পনা যাচাই ও মাঠ পর্যায়ে মূল্যায়ন
কর্মীদের দক্ষতা উন্নয়নে পদক্ষেপ গ্রহণ
🎓 যোগ্যতা
ন্যূনতম স্নাতক ডিগ্রি
সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক
MS Word, Excel, PowerPoint-এ দক্ষতা
বাংলা ও ইংরেজিতে লেখালেখি ও কথোপকথনে দক্ষতা
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
💰 বেতন ও সুবিধা
শিক্ষানবিশকালীন বেতন: ৳৬০,০০০/-
স্থায়ীকরণের পর গ্রেড অনুযায়ী সুবিধা প্রদান
📄 আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
২০০ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফ্ট / পে-অর্ডার (নুসা’র অনুকূলে)
পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ)
সদ্য তোলা ৩ কপি ছবি
শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্র (যদি প্রযোজ্য হয়)
কর্মরতদের ক্ষেত্রে নিয়োগপত্র ও প্রত্যয়নপত্র
📬 আবেদন পাঠানোর ঠিকানা
উপ-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)
নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)
ডাকঘর: নড়িয়া-৮০২০, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর
📞 যোগাযোগ: মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন)
নুসা (Naria Unnayan Samity) কর্তৃপক্ষ যেকোনো আবেদন বা নিয়োগ কার্যক্রম বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
%20%E2%80%93%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB.jpg)
Post a Comment