সরকারি ও ব্যাংক নিয়োগ পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি সাধারন জ্ঞান ও কম্পিউটার তথ্য প্রযুক্তি

 


১. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী

২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে?
উত্তরঃ ৪টি

৩. সরকারি কর্ম কমিশন গঠিত হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী?
উত্তরঃ ১৩৭

৪. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি কবে চালু হয়?
উত্তরঃ জানুয়ারি ২০২১

৫. বাংলাদেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী কবে শনাক্ত হয়?
উত্তরঃ ৮ মার্চ ২০২১

৬. ২০২১ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৯১তম

৭. বরিশাল জেলার পূর্বনাম কি?
উত্তরঃ চন্দ্রদ্বীপ

৮. ‘মাৎস্যন্যায়’ দেখা দেয় কোন আমলে?
উত্তরঃ পাল তাম্র শাসন

৯. ১৯৭১ সালে ২৫ মার্চ কি বার ছিল?
উত্তরঃ বৃহস্পতিবার

১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কবে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

১১. স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন কে?
উত্তরঃ লে. কর্নেল (অব.) আব্দুর রব

১২. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তরঃ যশোর

১৩. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ এ. কে. খন্দকার

১৪. ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ কবে পালন করা হয়?
উত্তরঃ ১২ ‍ডিসেম্বর

১৫. কি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত?
উত্তরঃ চিংড়ি

১৬. বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়

১৭. বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
উত্তরঃ ১৭ বার (ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত)

১৮. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কি নামে পরিচিত?
উত্তরঃ গ্রাউন্ড জিরো

১৯. ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?
উত্তরঃ লুইস এলিজাবেথ গ্লাক (যুক্তরাষ্ট্র)

২০. ৯৩তম অস্কার পুরস্কার ২০২১ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ নোম্যাডল্যান্ড

২১. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে?
উত্তরঃ ১৭৮৯ সালে

২২. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
উত্তরঃ মেসোপটেমিয়ায়

২৩. মালদ্বীপের মুদ্রার নাম কি?
উত্তরঃ রুপাইয়া

২৪. সেভেন সিস্টার কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতে

২৫. মায়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে

২৬. এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত কোন দেশ?
উত্তরঃ তুরস্ক

২৭. রাশিয়ার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র ‘বাইকনুর কসমোড্রম’ অবস্থিত কোথায়?
উত্তরঃ কাজাখস্তানে

২৮. কিরগিজস্তানের রাজধানী কোনটি?
উত্তরঃ বিশকেক

২৯. উজবেকিস্তানের মুদ্রার নাম কি?
উত্তরঃ সোম

৩০. গ্রেট হল কোথায় অবস্থিত?
উত্তরঃ চীন

৩১. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তরঃ ১৯৪৮ সালে

৩২. রাশিয়া স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে?
উত্তরঃ ১৯৭২ সালে

৩৩. ডেনমার্কের আইনসভার নাম কি?
উত্তরঃ Folketing

৩৪. যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব কোনটি?
উত্তরঃ ভিক্টোরিয়া ক্রস

৩৫. ইউরোপের সর্ব উত্তরের দেশের নাম কি?
উত্তরঃ নরওয়ে

৩৬. জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তরঃ ব্রিটিনের

৩৭. সামন্তবাদের সূচনা হয় কোথায়?
উত্তরঃ ইতালিতে

৩৮. ভারতের বিতর্কিত কৃষিবিল ২০২০ কবে পাশ হয়?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ২০২০

৩৯. বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রামের নাম কি?
উত্তরঃ Tic-Tac-Toe

৪০. অভ্র কীবোর্ড কে তৈরি করেন?
উত্তরঃ মেহেদী হাসান

৪১. USB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Universal Serial Bus

৪২. ১ মেগাবাইট সমান কত কিলোবাইট?
উত্তরঃ ১০২৪

৪৩. মেমোরিকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ২

৪৪. ৮০৮৬ মাইক্রো প্রসেসর কত বিটের?
উত্তরঃ ১৬ বিটের

৪৫. কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলে?
উত্তরঃ স্টার্ট আপ ডিস্ক

৪৬. কম্পিউটার রিবুট করতে কি নির্দেশ দিতে হয়?
উত্তরঃ Ctrl + Alt + Del

৪৭. Trojan Horse  কি?
উত্তরঃ একটি ভাইরাস

৪৮. এমএস ওয়ার্ড এ কোনো কিছু কপি করতে হলে কিবোর্ড কমান্ড বাটন কি হবে?
উত্তরঃ Ctrl + C

৪৯. মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড তৈরির সংক্ষিপ্ত পদ্ধতি কি?
উত্তরঃ Ctrl + M

৫০. স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত হয় কি?
উত্তরঃ LAN

Post a Comment

Previous Post Next Post